দেবাশীষ ঘটকের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে প্রভাতফেরি, সর্বধর্ম সভা ও রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলার তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই দেবাশীষ ঘটকের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার আসানসোলের চেলিডাঙ্গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকালে দেবাশীষ ঘটক ফাউন্ডেশনের তরফে দেবাশীষ ঘটকের ১৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন এক প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের নেতৃত্বে এই প্রভাতফেরিতে অংশ নিয়েছিলেন। প্রভাত ফেরি দেবাশীষ ঘটকের মূর্তির সামনে দিয়ে চেলিডাঙা সহ আশেপাশের এলাকা ঘুরে মূর্তির সামনে এসে শেষ হয়। পরে দেবাশীষ ঘটকের মূর্তিতে অভিজিৎ ঘটক সহ প্রচুর সংখ্যায় মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।













এই উপলক্ষে সর্বধর্ম সভার আয়োজন করা হয়। এর পরে এক রক্তদান শিবিরে ৫২ জন রক্ত দান করেন। ছিলেন মহুয়া ঘটক, স্বাতী মুখোপাধ্যায়, মুনমুন চক্রবর্তী, লায়েলি ঘটক, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, তৃণমূলের ব্লক সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, মেয়র সুব্রত ওরফে রানা অধিকারী, বোরো চেয়ারম্যান রাজেশ চক্রবর্তী, প্রাক্তন মেয়র পারিষদ পূর্নশশী রায়, পিন্টু কর্মকার, দেবেন্দ্র বেদী, কাউন্সিলর সোনা গুপ্ত, উদয় রায় , মৌসুমী বসু, শিক্ষক নেতা মুকেশ ঝাঁ, লক্ষণ ঠাকুর, বিমল জালান, মনোজ রজক উপস্থিত ছিলেন।

- আসানসোলে উল্টালো ওভারলোড টোটো, চাপা পড়ে মৃত্যু, উত্তেজনা
- Paschim Bardhaman SIR 2025 अब तक मैपिंग में मात्र 41 फीसदी मेल, सर्वदलीय बैठक की डीएम ने
- SIR ম্যাপিংয়ে মিল মাত্র ৩৫ শতাংশের, চার বিধানসভার ইআরও বদলি
- সাত তলা থেকে পড়ে মৃত্যু ঠিকা কর্মীর, ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ, উত্তেজনা
- আসানসোলে লায়ন্স ক্লাবের আই হাসপাতালে হেল্থ কেয়ার ইউনিট, উদ্বোধনে রাজ্যসভার প্রাক্তন সাংসদ


