দেবাশীষ ঘটকের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে প্রভাতফেরি, সর্বধর্ম সভা ও রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলার তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই দেবাশীষ ঘটকের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার আসানসোলের চেলিডাঙ্গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকালে দেবাশীষ ঘটক ফাউন্ডেশনের তরফে দেবাশীষ ঘটকের ১৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন এক প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের নেতৃত্বে এই প্রভাতফেরিতে অংশ নিয়েছিলেন। প্রভাত ফেরি দেবাশীষ ঘটকের মূর্তির সামনে দিয়ে চেলিডাঙা সহ আশেপাশের এলাকা ঘুরে মূর্তির সামনে এসে শেষ হয়। পরে দেবাশীষ ঘটকের মূর্তিতে অভিজিৎ ঘটক সহ প্রচুর সংখ্যায় মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এই উপলক্ষে সর্বধর্ম সভার আয়োজন করা হয়। এর পরে এক রক্তদান শিবিরে ৫২ জন রক্ত দান করেন। ছিলেন মহুয়া ঘটক, স্বাতী মুখোপাধ্যায়, মুনমুন চক্রবর্তী, লায়েলি ঘটক, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, তৃণমূলের ব্লক সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, মেয়র সুব্রত ওরফে রানা অধিকারী, বোরো চেয়ারম্যান রাজেশ চক্রবর্তী, প্রাক্তন মেয়র পারিষদ পূর্নশশী রায়, পিন্টু কর্মকার, দেবেন্দ্র বেদী, কাউন্সিলর সোনা গুপ্ত, উদয় রায় , মৌসুমী বসু, শিক্ষক নেতা মুকেশ ঝাঁ, লক্ষণ ঠাকুর, বিমল জালান, মনোজ রজক উপস্থিত ছিলেন।
- বেতন বৃদ্ধির দাবিতে আবারও আসানসোল পুরনিগমে বিক্ষোভ সাফাই কর্মীদের, আশ্বাস মেয়রের
- Mamata Banerjee : अवैध कोयला – बालू पर करें कार्रवाई, जो पैसा ले रहा वह समझे, किसी को ना छोड़े
- पार्वती टीचर्स ट्रेनिंग इंस्टीट्यूट में आर्ट आफ लिविंग का चार दिवसीय शिविर
- দামোদরে ডুবে মৃত্যু ধানবাদের তিন স্কুল পড়ুয়ার
- Asansol : श्री नरसिंह बांध बालाजी धाम की रजत जयंती समारोह 10 से 22 तक