BARABANI-SALANPUR-CHITTARANJAN

রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আর্থিক অনুদান, বারাবনিতে হবে কমিউনিটি হল

বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বারাবনির কেলেজোড়া হাজার মুসলিম সমাজের কল্যাণ ভবন প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আর্থিক অনুদানে একটি কমিউনিটি হল তৈরি করা হবে। বুধবার এক অনুষ্ঠানে সেই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং, বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডল সহ অন্যান্যরা । এই কমিউনিটি সেন্টারটি নির্মাণে মোট ব্যয় হবে ১৫ লক্ষ টাকা।


পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং বলেন, এলাকার অনেক মানুষদের কাজে লাগবে এই কমিউনিটি হল। এখানে বাউন্ডারি ওয়ালের সমস্যা একটা রয়েছে। তার সমাধান আগামী দিনে করার চেষ্টা করা হবে। হাজার মুসলিম সমাজের সম্পাদক আব্দুল কাইয়ুম ও সভাপতি হাজী আব্দুর রহিম এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে ২০২৪ সালের ক্যালেন্ডার প্রকাশ করা হয়। এই ক্যালেন্ডারটি প্রকাশ করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।

Leave a Reply