তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশ জুড়ে সংকল্প যাত্রা কর্মসূচির মধ্যে দিয়ে বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের ডাবর মোড়ে শনিবার সকাল 11টায় এক পথ সভায় অংশগ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত রাজমন্ত্রী কপিল ময়ূরেশ্বর পাটিল । এদিন বিকশিত ভারত অভিযান সংকল্প যাত্রার আওতায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
যেখানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জী,আসানসোল দক্ষিণ এর বিধায়িকা আগ্নিমিত্রা পাল, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, পশ্চিম বর্ধমান বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ব।এদিন এই সভার মধ্যে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজমন্ত্রী কপিল ময়ূরেশ্বর পাটিল পশ্চিম বঙ্গের বিভিন্ন দুর্নীতি বিষয়ে তুলে ধরেন।একই সাথে এদিন এই সভার মধ্যে দিয়ে জেলার সংখ্যালঘু অবজারভার আকবর খান এর নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
তারা জানান তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু দের শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে।আর কিন্তু তা চলবে না।আমাদের যাত্রীর মানুষ বুঝতে পেরেছে।তাই সংখ্যালঘু মানুষ এবার মোদিজীর সাথে।আবার এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি মহম্মদ আরমান জানান ভোট পাখি হয়ে তারা এখন আসবে।আমার মনে হয়না সালানপুর এলাকা থেকে কোনো সংখ্যালঘু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন।তারা বাইরে থেকে মানুষ নিয়ে এসে এখানে যোগদান করাচ্ছে।তাদের কোনো অস্তিত্ব নেই।