ASANSOLASANSOL-BURNPUR

বার্ণপুরে বস্ত্র বিতরণে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে রবিবার আসানসোল পুরনিগমের বার্ণপুরের সূর্যনগর এলাকায় দুঃস্থ মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গৌরীশঙ্কর আগরওয়াল, সম্পাদক বিনোদ গুপ্ত, কোষাধ্যক্ষ উজ্জ্বল রায় , মনোজ টোডি সহ বনিকসভার প্রায় সব সদস্যই এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই প্রসঙ্গে বনিকসভার সম্পাদক বিনোদ গুপ্তা বলেন, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ীদের সংগঠন হলেও এই সংগঠনটি তার সামাজিক দায়িত্ব পালনে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যায়। সেই ধারাবাহিকতায় এদিন আমরা সূর্য নগর এলাকায় দুঃস্থ মানুষদের মাঝে এসেছি। তাদের জন্য কিছু কাজ করার চেষ্টা করছি। সবাইকে বিভিন্ন ধরনের কাপড় বিতরণ করা হয়েছে। তিনি বিশেষ একটি বস্ত্র বিপনিকে ধন্যবাদ জানান, যারা বাচ্চাদের জন্য বিশেষ উপহার হিসেবে জামাকাপড় দিয়েছে।

Leave a Reply