আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট আধুনিক প্রযুক্তির সাহায্যে সাইবার অপরাধ দমনে তৎপর, উদ্ধার আড়াই কোটি টাকারও বেশি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Durgapur Police ) সাইবার অপরাধ বা ক্রাইমের হাত থেকে সাধারণ মানুষদেরকে বাঁচাতে তৎপর হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসি। ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তির উপকারিতা। এই অপরাধের মাধ্যমে টাকা হাতিয়ে অভিযোগ পাওয়ার পরে, তা উদ্ধারে সক্রিয় হয়েছে আসানসোল দূর্গাপুর পুলিশ। জানা গেছে উদ্ধার করা হয়েছে আড়াই কোটি টাকারও বেশি।
এই প্রসঙ্গে আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ডা: কুলদীপ এসএস বলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার অপরাধ আটকাতে একটি পোর্টালটি প্রকাশ করা হয়েছে। এছাড়া সাইবার জালিয়াতি ধরতে এখন থেকে পুলিশ এআই ও চ্যাটজিপিটির সাহায্য নেবে। এই পোর্টালের মাধ্যমে পুলিশ কমিশনারেটের বাসিন্দারা ঘরে বসেই পুলিশের কাছে তাদের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ জিপিটির মাধ্যমে সাইবার অপরাধীদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। তিনি আরো বলেন, এইসব অপরাধ সংক্রান্ত অভিযোগকারীকে সংশ্লিষ্ট পুলিশ অফিসাররা সব ধরনের সুবিধা দেবেন। সাইবার অপরাধের তদন্তের জন্য পুলিশ কর্মীদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি জানুয়ারি মাসের শেষ দিকে আরো এক দফায় পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি থানায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। যাতে পুলিশ অফিসাররা সাইবার জালিয়াতির বিরুদ্ধে লড়াই করতে পারেন, তারজন্য এই ব্যবস্থা।
জানা গেছে, ২০২৩ সালে এডিপিসি এলাকায় অভিযোগের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ২ কোটি ৫৮ লক্ষ ৩৪ হাজার ৫৩ টাকা। যার মধ্যে ২০২৩ সালের জানুয়ারি মাসে মোট ৬ লক্ষ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। সেখানে ২০২২ সালের জানুয়ারিতে মাত্র ২ লক্ষ ৩২ হাজার ৪৩৮ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছিলো। রানিগঞ্জ থানা পুলিশ ২১ লক্ষ ৩৫ হাজার ৭৬৯ টাকা ও কুলটি থানা ১৫ লক্ষ ৮ হাজার ৩১৫ টাকা উদ্ধারে সফল হয়েছে।
এছাড়াও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটর ১৭ টি থানায় সাইবার অপরাধের অভিযোগ নিতে হেল্প ডেস্কও করা হয়েছে। যেখানে লোকেরা খুব সহজেই সাইবার অপরাধ বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। ডিসিপি (সেন্ট্রাল) আশ্বস্ত করে বলেন, যারা সাইবার অপরাধীদের হাতে প্রতারিত হয়েছেন, তাদের যাতে কোন হয়রানির শিকার হতে না হয়, তারজন্য সবরকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে।