ASANSOL

আসানসোলে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দির সংলগ্ন ব্রিজের কাছে ১৯ নং জাতীয় সড়কে। আসানসোল উত্তর থানার রেলপারের মাকু মহল্লার বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম সাদ্দাম সাকিল (৩৫)। এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের রেলপারের বাসিন্দা সাদ্দাম সাকিল বুধবার সকালে মোটরবাইক করে ১৯ নং জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলো।

আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দির সংলগ্ন ব্রিজের কাছে ১৯ নং জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি বেপরোয়া ভাবে এসে তাকে ধাক্কা মারে। তাতে সে গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply