ASANSOL

এডিপিসি এর বিভিন্ন ওসি সহ ৩৪ জন এসআইকে বদলি করা হয়েছে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ব্রেকিং: ADPC এর ওসি সহ ৩৪ জন এসআই বদলি। আসানসোল দুর্গাপুর পুলিশের অনেক ওসিকে বদলি করা হয়েছে।হীরাপুরের ওসি প্রসেনজিৎ রায়কে দুর্গাপুরের ওসি, দুর্গাপুরের ওসি সোমেন্দ্র সিংহ ঠাকুরকে হীরাপুরের ওসি, পাণ্ডবেশ্বরের ওসি রবীন্দ্র নাথ দলুইকে পাঞ্জাবি মোড় ফাঁড়ি এবং রাহুল দেব মণ্ডলকে পাণ্ডবেশ্বর ওসি করা হয়েছে।পাঞ্জাবি মোড় ফাড়ির ওসি মানব ঘোষকে দুর্গাপুর এনটিএস থানার ওসি করা হয়েছে। আসানসোল মহিলা থানার ওসি পিয়ালী জানাকে কাঁকসায় পাঠানো হয়েছে। শ্রীপুর ফাড়ি ওসি রিয়াজউদ্দিনকে বিধাননগর ফাঁড়িতে পাঠানো হয়েছে। মইনুল হককে উখরা ওপি ইনচার্জ করা হয়েছে এবং নাসরিন সুলতানকে রূপনারায়ণপুর ফাড়ির ওসি করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক গার্ডের ওসি বদল করা হয়েছে। গতকাল ৩৪ জন এসআইকে বদলি করা হয়েছে।

List

Leave a Reply