BARABANI-SALANPUR-CHITTARANJAN

খেলোয়াড়দের নিলামির মধ্যে দিয়ে দ্বিতীয় বর্ষের বারাবনি প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের সূচনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-যুব সমাজের খেলোয়াড়দের জন্য নিয়ে আসা হয়েছে সুবর্ণ সুযোগ।বারাবনি বিধানসভার মধ্যে ক্রিকেট খেলোয়াড়দের জন্য শুরু হতে চলেছে দ্বিতীয় বর্ষের বিপিএল মানে “বারাবনি প্রিমিয়ার লিগ” টুর্নামেন্ট।সেই টুর্নামেন্টের জন্য দ্বিতীয় বর্ষের ক্রিকেট খেলোয়াড়দের নিলামি প্রক্রিয়া অনুষ্ঠিত হল শ্রমিক মঞ্চ প্রাঙ্গণে।বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায়ের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে।এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন যুবনেতা মুকুল উপাধ্যায় ও সমাজসেবীকা তথা বারাবনি বিধায়কের স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায়,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ।

যেসব দল টুর্নামেন্টে অংশ নিবেন তাদের নাম গুলি হলো প্রথম দল সালানপুর সুপার জেন্টস,দ্বিতীয় দল এম এম সি ইলেভেন,তৃতীয় দল ব্রাদার ইলেভেন,চতুর্থ দল সৌমেন ইলেভেন,পঞ্চম দল সুজাতা কনস্ট্রাকশন(এসসি), ষষ্ঠম দল মা কল্যানেশ্বরী হোলি এঞ্জেল গ্লেডিয়েটর, সপ্তম দল জেএমডি রাইজিং স্টার,অষ্টম দল-ইন্দ্রা ক্লাব, নবম দল রূপনারায়নপুর মা তারা ফাইটার,দশম দল ডি এস এস ইলেভেন,একাদশ দল ভারত ব্রিক্স,দ্বাদশ দল আন্তরিস ইলেভেন।যেখানে প্রতিটি দলে অধিনায়ক সহ ১৪টি খেলোয়াড়দের কেনা হয়।যার মধ্যে এই বছর প্রথম পৌরনিগম এলাকা থেকে দুটি করে খেলোয়াড় নেওয়া হবে।এই প্রসঙ্গে যুবনেতা মুকুল উপাধ্যায় জানান যুবকদের খেলাধূলায় আরো বেশি আগ্রহী করতে এই উদ্যোগ।প্রথম বছর এই টুর্নামেন্ট মানুষের মন জয় করেছিল।তাছাড়া যুবক সমাজের জন্য একটা বড় মঞ্চ হচ্ছে বিপিএল মানে বারাবনি প্রিমিয়ার লিগ।

Leave a Reply