ASANSOLWest Bengal

পশ্চিমবঙ্গ পুলিশ : ৭৯ জন আধিকারিকের বদলির নির্দেশ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত রাজা বন্দ্যোপাধ্যায়: রাজ্য পুলিশে অ্যাডিশনাল এসপি এবং এসিপি স্তরের অফিসারদের পদোন্নতি পাওয়ার পরেই এবার এখন তাদের বদলির নির্দেশ জারি করা হল। রাজ্য জুড়ে আইপিএস এবং ডব্লিউবিপিএস সহ মোট ৭৯ জন পুলিশ অফিসারের বদলির আদেশ জারি করা হয়েছে। এতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রচুর সংখ্যক পুলিশ আধিকারিকও রয়েছেন। আসানসোল-দুর্গাপুর পুলিশের অনেক অফিসারের নামও রয়েছে এই তালিকায়।

আসানসোল – দুর্গাপুর পুলিশের এসিপি দেবরাজ দাসকে দার্জিলিং অ্যাডিশনাল এসপি (হেড কোয়ার্টার) করা হয়েছে। এদিকে হাওড়ার এসিপি শহিদুল আলীকে এডিপিসিতে এডিসি ডিডি করা হয়েছে এবং এডিসি ডিডি সৌমিক সেনগুপ্তকে বাঁকুড়ার এডিশনাল এসপি (অপারেশনস) করা হয়েছে। যেখানে এডিসি এসবি ইন্দ্রনীল কাঞ্জিলালকে পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাডিশনাল এসপি ট্রাফিক (হেডকোয়ার্টার) করা হয়েছে।এদিকে পার্থ ঘোষ কে অ্যাডিশনাল এসপি বসিরহাট করা হল।

Leave a Reply