PANDESWAR-ANDAL

সিনেমার শুটিংয়ের জন্য খোলা মুখ খনির বিভিন্ন অংশে ঘুরে বেড়ালেন দেব

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : সিনেমার শুটিংয়ের জন্য খোলা মুখ খনির বিভিন্ন অংশে দিনভর ঘুরে বেড়ালেন দেব। নতুন বছরের শুরুতেই কয়লাখনি ও কলকারখানার বিষয়বস্তুকে তুলে ধরতে, সিনেমার শুটিংয়ের জন্য লোকেশন দেখতে মঙ্গলবার পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি এরিয়া ও রানীগঞ্জের কুনুস্তোড়িয়া এরিয়ার বিভিন্ন ওসিপি বা খোলা মুখ খনি ঘুরে দেখলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেব। এদিন দুপুরে তিনি পাণ্ডবেশ্বর এসে পৌঁছান পরে সেখান থেকে যান ই সি এল এর শোনপুর বাজারি প্রজেক্টে। সেখানকার ভিউ পয়েন্ট থেকে তিনি খোলা মুখ খনি দেখেন। সেখানে তার কাছে উপস্থিত হন সোনপুর বাজারি প্রজেক্টের জেনারেল ম্যানেজার আনন্দমোহন সহ অন্যরা।

সেখানে তিনি প্রায় আধঘন্টা সময় কাটিয়ে কয়লা খনির বিভিন্ন বিষয় জেনে নেন। প্রজেক্ট জেনারেল ম্যানেজার আনন্দমোহন জানান দেব প্রজেক্ট ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করেন। সে মতো তাকে খোলা মুখ কয়লা খনির বিভিন্ন অংশ ঘুরে দেখার ব্যবস্থা করা হয়। তিনি দুপুর দুটো নাগাদ পৌঁছল ভিউ পয়েন্ট,যেখান থেকে গোটা প্রজেক্ট দেখেন তিনি। মঙ্গলবার সমগ্র এই কর্মসূচি টি একেবারে গোপন থাকায় এদিন তারকা সাংসদ দেব যে খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি প্রজেক্টে আসছেন তা নিয়ে কেউ কিছুই জানতে পারেনা তাই মানুষজনের ভিড় একেবারেই লক্ষ্য করা যায়নি। এরপরই তিনি জামুড়িয়ার শ্যামসেল কারখানায় বেশ কিছু শুটিংয়ের বিষয় খতিয়ে দেখে রানীগঞ্জের কুনুস্তোড়িয়া এরিয়ার খোলা মুখ খনি। পরিদর্শন করে কোন লোকেশনে এই শুটিং করা সম্ভব তা নিয়ে বিশদে আলাপ আলোচনা সারেন।

Leave a Reply