ASANSOLRANIGANJ-JAMURIA

আইপিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া যুবকের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) আইপিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক যুবকের রহস্যময় মৃত্যুকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের অঞ্জনা সংলগ্ন ওঙ্কার এডেন গ্রিন আবাসন এলাকায়। জানা গেছে দিল্লিতে আইপিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া অক্ষয় রঞ্জন নামের বছর একুশের এই যুবক বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ বন্ধুদের সঙ্গে বাইরে বেড়াতে যাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে সময়, সে বাড়ির চার তলার উপর থেকে খোলা বারান্দা দিয়ে নিচে পড়ে যায়। সে সময় নির্মাণ কাজের জন্য নিচে বিভিন্ন সামগ্রী রাখা থাকায় সেই নির্মাণ সামগ্রিক ওপরে আছড়ে পড়ে ওই যুবক।

স্থানীয়রা ও তার পরিবার পরিজন বিষয়টি লক্ষ্য করে, দ্রুত ওই আহত যুবককে উদ্ধার করে, দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসার সময় তার মৃত্যু হয়। রহস্যময় ভাবেই এই মৃত্যুর ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কিভাবে এই ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্তে জুটেছে পুলিশ। জানা গেছে ওই যুবক রাণীগঞ্জের বিশিষ্ট কার্ডিয়লজিস্ট ডক্টর মনিস রঞ্জনের ছোট ছেলে ছিল। আমিও এলাকার বাসিন্দাদের অনুমান ওই যুবক বাড়ির বাইরে বেরিয়ে তার বারান্দার সামনে থাকা রেলিং ঝুলে কসরত করার সময়ই সেই রেলিং পিচ্ছিল থাকায় সেখানে তার রেলিং থেকে হাত সরে গিয়ে, এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে আদপে কি ঘটনা ঘটেছে তা নিয়ে এখনো রহস্য ঘনীভূত হয়ে রয়েছে। এই ঘটনার বিষয় লক্ষ্য করে ওই যুবকের বন্ধু ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ে আকস্মিক ঘটা এই ঘটনায় হতবাক সকলে।

Leave a Reply