ASANSOL

আসানসোল ডিএভি মডেল স্কুলের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপের ডিএভি মডেল স্কুলে রবিবার বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবালাম। স্কুলের অধ্যক্ষ অমিত কুমার দাস জেলাশাসককে পুষ্পস্তবক দিয়ে ও উত্তরীয় পড়িয়ে সম্মানিত করেন। জেলাশাসক ছাড়াও পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক বা এডিএম (জেনারেল) সঞ্জয় পাল, আসানসোল ইএসআই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অতনু ভদ্র, ডাঃ অসীম ঘোষ ও বিভিন্ন স্কুলের অধ্যক্ষরাও উপস্থিত ছিলেন।


স্কুলের অধ্যক্ষ অমিত কুমার দাস বলেন, এই বছর পঞ্চম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। যাতে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। স্কুলের পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। তিনি বলেন, পড়ুয়াদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো।

Leave a Reply