তিন বছর বন্ধ থাকার পরে আবারও হচ্ছে যুব শিল্পী সংসদের ” আসানসোল বইমেলা, মেয়রের সঙ্গে বৈঠকে তৈরী কমিটি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত / রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol Book Fair ) তিন বছর বন্ধ থাকার পরে আবার শহরে হচ্ছে ” আসানসোল বইমেলা “। দীর্ঘ ৩৯ বছর ধরে আসানসোল শহরে অন্যতম ঐতিহ্যশালী ” আসানসোল বইমেলা” র আয়োজন করে আসছে যুব শিল্পী সংসদ। এই বছরের বইমেলা ৪০ তম বর্ষের। আসানসোল পোলো গ্রাউন্ডে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ” আসানসোল বইমেলা ২০২৪ ” শুরু হয়ে চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায়।
এই বইমেলার একটি চূড়ান্ত রুপরেখা তৈরি করতে সোমবার সকালে আসানসোল পুরনিগমে মেয়রের চেম্বারে মেয়র বিধান উপাধ্যায়ের পৌরহিত্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ওএস বীরেণ অধিকারী, রবিউল ইসলাম, পুর ইঞ্জিনিয়ার আরকে শ্রীবাস্তব, যুব শিল্পী সংসদের সৌমেন দাস সহ অন্যান্যরা। এই বৈঠকে মেয়র বিধান উপাধ্যায়কে সভাপতি করে একটি বইমেলা কমিটি তৈরি করা হয়েছে।
বৈঠক শেষে সৌমেন দাস বলেন, তিন বছর বন্ধ থাকার পরে ২০২৪ এ আবার আসানসোল পুরনিগমের সহযোগিতায় যুব শিল্পী সংসদ ৪০ তম আসানসোল বইমেলার আয়োজন করতে চলেছে। মেয়রের সভাপতিত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে। আসানসোল পোলো ময়দানে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা হবে। সবমিলিয়ে ১২০ টির মতো স্টল থাকবে এবারের বইমেলায়। তিনি আরো বলেন, এদিনের বৈঠকে মেয়র বইমেলা আয়োজনে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, আসানসোলে দুটি বইমেলা হয়ে থাকে। একটি রাজ্য সরকারের বইমেলা। অন্যটি যুব শিল্পী সংসদের বইমেলা। এই বইমেলা আসানসোল শহরে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তিন বছর বন্ধ থাকার পরে এই বছর আবার এই বইমেলা হবে। আসানসোল পোলো গ্রাউন্ডে তা হবে। মঙ্গলবার উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে আসানসোল পুরনিগমের প্রতিনিধিরা বইমেলার মাঠ পরিদর্শন করবেন।
Thanks to Yova Sagha, Asansol to take initiative to reopen already forgotten Book Fair in Polo Ground. Special credit goes to Mayor, Bidhan Upadhyay under whose proper leadership it is going to open. Hope this will inspire all book lover, sr. Citizen like me whose best companion is book & in respective of all readers.