West Bengal

WBP SAP ৭৫ ইন্সপেক্টর বদলির নির্দেশ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: রাজ্য সশস্ত্র পুলিশে সাব-ইন্সপেক্টর পদ থেকে ইন্সপেক্টর পদে উন্নীত হওয়া ৭৫ জন পুলিশ ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি করা হয়েছে। এতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ইমতাজুল হককে স্যার ( SAR ) ব্যাটালিয়ন বীরভূমে, সুদীপ রায়কে আরএএফ ( RAF ) দুর্গাপুরে, প্রসেনজিৎ বসাককে আরএএফ (RAF) দুর্গাপুরে পাঠানো হয়েছে।

List

Leave a Reply