আসানসোল সিআইএসএফ-এর কিউআরটিতে কয়লা চোরেরা হামলা চালায়, দুটি গাড়ি ভাঙচুর
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Asansol News Today ) আসানসোল বারাবানি থানার অন্তর্গত জাম গ্রাম পঞ্চায়েতের সালানপুর ইসিএল-এর বেগুনিয়া কোলিয়ারিতে কয়লা চোরদের দ্বারা সিআইএসএফ-এর কিউআরটি পার্টির উপর হামলার চালানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা যায় যে CISF টিম কয়লা চুরির অভিযান চালানোর সময় কয়লা চোরেরা CISF টিমকে
চারদিক থেকে ঘিরে ফেলেছিল,কয়লা ক্ষনিতে কয়লা চুরিতে বাঁধা দেওয়ার ঘটনায় ECL এর নিরাপত্তারক্ষী কে লক্ষ্য কোরে ইটপাটকেল ছোড়ে কয়লা চোরেরা।ঘটনায় পুলিশের ও ECL এর নিরাপত্তারক্ষীদের বেশ কয়েকজন আহত হয়েছে বলে














খবর সূত্রে জানা যায় ঘটনা কে কেন্দ্র কোরে এলাকায় উত্তেজনা।ঘটনাটি আসানসোলের বারাবনি থানার কাপিষ্টার বেগুনিয়া কয়লাক্ষনির।খবর বুধবার সকালে একদল কয়লা চোরেরা কয়লা ক্ষনিতে কয়লা চুরি করতে আসে।খবর পেয়ে ঘটনাস্থলে ECLএর নিরাপত্তা রক্ষিরা পৌঁছায় কয়লা চুরিতে বাঁধা দিতে গেলে নিরাপত্তা রক্ষিদের লক্ষ কোরে চোরেরা ইট পাটকেল ছোড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশ পৌঁছালে পুলিশ কে লক্ষ্য কোরে ইটপাটকেল ছোড়ে কয়লা চোরেরা।এই ঘটনায় পুলিশ ও নিরাপত্তারক্ষিরা কয়েকজন আহত হয়েছে বলে খবর। এদিকে বারাবনী থানার পুলিশ ও সিআইএস এফের টিম চারজনকে আটক করে বারাবনি থানায় আনার সময় নতুনডিহি গ্রামের কাছে পুনরায় কয়লা চোরদের দ্বারা সিআইএস এফের গাড়ীর উপর হামলা চালায় গাড়ী ভাঙচুর করা হয় । যেখানে দুটি গাড়ি ক্ষতি গ্রস্ত হয় ।
- SAIL ISP में सक्रिय हुआ एक और यूनियन, अन्य में तोड़-जोड़
- বার্নপুরে আইএসপি পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভায় মন্ত্রী মলয় ঘটক
- अखिल भारतीय विद्यार्थी परिषद के आयाम Pharma Vision के तहत रक्तदान शिविर
- अभिनव गिन्नी हाउस में लकी लक्ष्मी लकी ड्रॉ के विजेताओं को उपहार दिए गए
- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জেলা হাসপাতালে রোগীদের ফল বিলি আসানসোল রামকৃষ্ণ মিশনের


