BARABANI-SALANPUR-CHITTARANJAN

বিধায়কের প্রচেষ্টায় ফুলবেড়িয়া গ্রামে ঢালাই রাস্তার উদ্বোধন

বেঙ্গল মিরর, কাজল মিত্র-সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলবেড়িয়া গ্রামে  একটি ঢালাই রাস্তায় কাজ এর সূচনা  হয়।যার কাজের ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে  শুভ সূচনা করেন বিধায়ক প্রতিনিধি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং।

জানাগেছে এই রাস্তাটি বিধায়কের প্রচেষ্টায় ইসিএলের সিএসআর ফান্ড থেকে ৬ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যায় করে মোট ৫৪০মিটার রাস্তা তৈরি করা হবে বলে জানা যায়।এদিন বিধায়ক প্রতিনিধি ভোলা সিং জানান এই রাস্তা অনেক দিন ধরে খারাপ ছিলো।বিধায়ক বিধান উপাধ্যায় গ্রামে এসেছিলেন তখন গ্রামের মানুষের চাহিদা ছিল গ্রামের রাস্তাটি ভালো ভাবে তৈরি করার জন্যে সেই মত বিধায়ক নিজের  প্রচেষ্টায় ইসিএলের সিএসআর ফান্ড থেকে রাস্তার নির্মাণ কাজ শুরু করেন ।

Leave a Reply