আসানসোলে গরু চুরির অভিযোগে উত্তেজনা , ভাঙচুর করে গাড়িতে লাগানো হলো আগুন, আটক দুই
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ গরু চুরির ঘটনার অভিযোগকে কেন্দ্র করে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশীলা গ্রাম ও ডাং মহিশীলা এলাকায়। স্থানীয় লোকজনের গরু বোঝাই একটি গাড়িকে ধরে ফেলেন। একটি চারচাকা গাড়িতে ভাঙচুর করে আগুন লাগানো হয়। মারধর করা হয় গাড়িতে থাকা দুজনকে। গন্ডগোলের খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় ছুটে আসেন। আগুন নেভানোর জন্য আসানসোল দমকলের একটি ইঞ্জিনও এলাকায় আসে। আসেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ তথা ৮৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মানস দাস। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু গরু ও বাছুর। এছাড়াও গাড়ির চালক সহ দুজনকে পুলিশ আটক করে আসানসোল দক্ষিণ থানায় নিয়ে। এই ঘটনায় গোটা এলাকার বাসিন্দারা বেজায় ক্ষুব্ধ। তারা মেয়র পারিষদের সামনেই পুলিশ অফিসারদের ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ যথাযথ তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়।




আসানসোলের মহিশীলা গ্রামের লোকজনেরা এদিন অভিযোগ করেন যে, আটক করা গাড়ি ব্যবহার করে এলাকা থেকে গরু চুরি করা হচ্ছে। স্থানীয় লোকজনেরা আরো বলেন, গত কয়েকদিন ধরেই এলাকা থেকে গরু চুরি হচ্ছে। সাম্প্রতিক সময়ে গরুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাঠ থেকে গরু চুরি যেমন হচ্ছে। এমনকি মানুষের বাড়ির ভেতর থেকে গবাদি পশুও চুরি হয়ে যাচ্ছিল। এদিন এইরকমই একটি গাড়ি ধরা পড়লো। তাতে দুজন ছিলো। তাদেরকে স্থানীয় বাসিন্দারা মারধর করেন। বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
লোকেরা বলেন, এর আগেও বহু মানুষের গরু চুরি হয়েছে। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন এই গাড়িটি স্থানীয় লোকজনের হাতে ধরা পড়লে, দেখা যায় তাতে গরু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতে বেশ কয়েকটি গবাদি পশু বা গরু পরিবহন করা হচ্ছিলো।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত দুজনকে আটক করা হয়।
ঘটনার খবর পেয়ে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ মানস দাসও ঘটনাস্থলে পৌঁছান। তার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে পুলিশ আধিকারিকরা কথা বলেন।
পরে মানস দাস সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজনেরা গত কয়েকদিন ধরে এলাকা থেকে গরু চুরি হচ্ছে বলে অভিযোগ করে আসছেন। এদিন এলাকার বাসিন্দারা একটি গাড়িকে আটকান। তাতে কিছু গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিলো। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে, গরু চুরি করে অভিযুক্তরা নিয়ে যাচ্ছিল। তবে গাড়ির মালিক পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরো বলেন, ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই ব্যক্তিকে তাদের হেফাজতে নিয়েছে। আমি চাই পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত করার পাশাপাশি, এলাকা থেকে গরু চুরি হওয়া বন্ধ করতে পদক্ষেপ নিল। গৌতম মন্ডল সহ স্থানীয় লোকজনেরা বলেন, একটি ট্রাকে মহিশীলা গ্রাম এবং অন্য একটি গাড়িতে ডাঙ্গা বা ডাং মহিশীলা রেল গেটের কাছে গরু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল।
এদিকে, পুলিশ আধিকারিক বলেন, ঐ এলাকায় গরু চুরির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোল হয়। একটি গাড়িতে আগুন লাগানো হয়েছিলো। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।