ASANSOL

আসানসোলে সুকান্ত মূর্তিকে বিকৃত করার বিরুদ্ধে প্রতিবাদ

বেঙ্গল মিরর, আসানসোল : কবি সুকান্ত ভট্টাচার্যের  আবক্ষ মূর্তিকে বিকৃত করার প্রতিবাদে আজ সুকান্ত ময়দানে প্রতিবাদে সামিল হলেন আসানসোলের নাগরিক বৃন্দ।প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজা বন্দোপাধ্যায়,শর্মিলা বন্দোপাধ্যায় সহ উপস্থিত সবাই। সভা সঞ্চালনা করেন সুদীপ্ত রায়।

বক্তব্য রাখেন বিকাশ গায়েন,সুমন কল্যাণ মৌলিক ও কল্যাণ রায়চৌধুরী। গানে ও কবিতায় প্রতিবাদ মূর্ত করে তোলেন সমর রায়,পিউ ঘোষ ও ঝুমা চক্রবর্তী।নাগরিক উদ্যোগে রচিত দাবিপত্রটি পাঠ করেন অর্নব মুখোপাধ্যায় ।সভায় প্রশাসনের কাছে শহরের সমস্ত মূর্তিকে নিয়মিত রক্ষনাবেক্ষণ,এই ঘটনায় দোষীদের চিহ্নিত করণ ও শাস্তির দাবি তোলা হয়।প্রতি বছর কবি সুকান্তের জন্ম ও মৃত্যু দিন যথাযোগ্য মর্যাদায় পালন করার প্রস্তাব নেওয়া হয়।

Leave a Reply