ASANSOL

আসানসোলে লড়াইয়ে প্রাক্তন বিধায়ক জাহানারা খান

লোকসভা নির্বাচন : ১৬ জনের নাম ঘোষণা বামফ্রন্টের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। মোট ১৬ জনের নাম ঘোষণা করলেন  বিমান বসু।
আসানসোলের প্রার্থী করা হয়েছে জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক জাহানারা খানকে।


★★ একনজরে দেখে নিন প্রার্থীতালিকা।
★কোচবিহার: নীতিশচন্দ্র রায়
জলপাইগুড়ি: দেবরাজ বর্মন
বালুরঘাট: জয়দেব সিদ্ধান্ত
কৃষ্ণনগর: এস এম শালি
দমদম: সুজন চক্রবর্তী
যাদবপুর: সৃজন ভট্টাচার্য
কলকাতা দক্ষিণ: সায়েরা শাহ হালিম
হাওড়া: সব্যসাচী চট্টোপাধ্যায়
শ্রীরামপুর: দীপ্সিতা ধর
হুগলি: মনোজিৎ ঘোষ
তমলুক: সায়ন বন্দ্যোপাধ্যায়
মেদিনীপুর: বিপ্লব ভট্ট
বাঁকুড়া: নীলাঞ্জন দাশগুপ্ত
বিষ্ণুপুর: শীতল কৈবর্ত
বর্ধমান পূর্ব: নীরব খান
আসানসোল: জাহানারা খান

Leave a Reply