ASANSOL

এসিপিএল ২০২৪-এ চ্যাম্পিয়ন হল গ্ল্যাডিয়েটরস্

বেঙ্গল মিরর, আসানসোল,সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল ক্লাবে আইপিএলের আদলে আয়োজিত আসানসোল ক্লাব প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচটি বৃহস্পতিবার রাতে খেলা হয়। ফাইনালে “গ্ল্যাডিয়েটরস্” টিম “শার্কস্” টিমকে হারিয়ে শিরোপা দখল করে। আসানসোল ক্লাবের সভাপতি সোমনাথ বিসওয়াল এবং অন্যান্য অতিথিদের উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে ফাইনাল ম্যাচ শুরু হয়।

প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান করে শার্কস টিম। করণ সিং সর্বোচ্চ ৩৩ রান করেন।৯.৪ ওভারে লক্ষ্য পূরণ করে ম্যাচ জিতে নেয় “গ্ল্যাডিয়েটরস” টিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবী সুচিস্মিতা উপাধ্যায় পুরস্কার তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সোমনাথ বিসওয়াল, সেক্রেটারি গোপাল আগরওয়াল, হরিনারায়ণ আগরওয়াল, সি মুরালি, অভিজিৎ ঘাঁটি, রাকেশ শর্মা, তারানজিৎ সিং, সঞ্জোগ সিং প্রমুখ।

Leave a Reply