ASANSOL

আসানসোলে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে জিতেন্দ্র তেওয়ারি, আজই ঘোষণা হতে পারে বিজেপির প্রার্থী তালিকা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত / রাজা বন্দোপাধ্যায়ঃ* বড় কোন কিছু না ঘটলে আজ রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে ঘোষণা হতে পারে বাংলার বাকি ২৩ টি কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নাম। এদিন দুপুরে এমনটাই পদ্ম শিবির সূত্রে জানা গেছে।
এই ২৩ টি কেন্দ্রের মধ্যে রয়েছে আসানসোল লোকসভা। জানা গেছে, আসানসোলে প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।  
এর সঙ্গে আরো একটি নাম আলোচনায় উঠে এসেছে। তিনি হলেন গায়ক কৈলাশ খের।

বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

জানা গেছে, আসানসোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সিপিএম প্রার্থী করেছে জামুড়িয়ার দুবারের প্রাক্তন বিধায়ক তথা মহিলা সমিতির রাজ্য সভানেত্রী জাহানারা খানকে। রাজনীতির ময়দানে লড়াইয়ের বিচারের সিপিএমের প্রার্থী হলেন একবারে স্থানীয়। তার পরিচিত রয়েছে। অন্যদিকে দুবছর  আগে উপনির্বাচনে জিতলেও শাসক দলের প্রার্থীর পেছনে ” বহিরাগত ” তকমা রয়েছে। এই দুই প্রার্থীর প্রেক্ষিতে বিজেপির রাজ্য নেতারা চাইছেন, এবারে আসানসোল থেকে ভূমিপুত্র কাউকে দেওয়া হোক। তাহলে সে এ্যাডভানটেজে থাকবে। এখানেই তখন জিতেন্দ্র তেওয়ারির নাম উঠে আসে। কিন্তু কেন্দ্রীয় নেতারা চাইছেন, ২০১৪ সালের মতো বাবুল সুপ্রিয়র ফর্মুলাকে কাজে লাগাতে। তখনই কৈলাস খেরের নাম আসে। এখন দেখার শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে।

অন্যদিকে, দূর্গাপুর বর্ধমান কেন্দ্রে দিলীপ ঘোষের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাকে পশ্চিম মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হতে পারে। দিলীপ ঘোষ দূর্গাপুর বর্ধমান কেন্দ্রে প্রার্থী হলে এখানকার বর্তমান সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ভাগ্য  কি হবে,?
শনিবার দিল্লিতে ২৩ টি কেন্দ্রের প্রার্থীদের নাম নিয়ে বিজেপির সদর দপ্তরে কেন্দ্রীয় স্তরে আলোচনা হয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা  ছিলেন। তেমন ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী ও বিজেপির বাংলার দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা। এই বৈঠকে মোটামুটি ২৩ টি কেন্দ্রের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

Leave a Reply