ASANSOL

আসানসোলে রাজ্যপালকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয় কনভোকেশন অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত হওয়ার সময় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখানো শুরু করে তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের কর্মী ও সমর্থকেরা। বিশ্ববিদ্যালয়ের খুব কাছে জাতীয় সড়কের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা এইভাবে প্রতিবাদ জানায়।
ছ বছর পর কাজী নজরুল

বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনুষ্ঠান হচ্ছে। সেখানে উপস্থিত হয়েছেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
আর সেই অনুষ্ঠানে রাজ্যপাল আসামাত্রই তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের কর্মী ও সমর্থকরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া শুরু করে ও কালো পতাকা দেখায়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী তারা স্কোয়ার্ড করে রাজ্যপাল কে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করিয়ে দেয়।।

Leave a Reply