ASANSOL

আসানসোলের কুলটিতে অন্য ছবি, মুখোমুখি তৃনমুলের উজ্জ্বল চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি

বেঙ্গল মিরর, কুলটি (আসানসোল), রাজা বন্দোপাধ্যায়ঃ লোকসভা নির্বাচনের প্রচারের আবহে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে শনিবার দেখা গেলো একটা অন্য রকম। মেলায় হঠাৎই মুখোমুখি কুলটির প্রাক্তন বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় ও আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।


কুলটির মিঠানিতে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উপলক্ষে বসেছে মেলা। শনিবার সেই মেলা পরিদর্শনে আসেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। আর আগে থেকেই সেই মেলার চত্বরে আগে থেকেই ছিলেন তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়। জিতেন্দ্র তেওয়ারি উজ্জ্বল চট্টোপাধ্যায়কে দেখতে পেয়ে এগিয়ে। তার পাশের চেয়ারে জিতেন্দ্র তেওয়ারি বসেন। পাশাপাশি বসে হাত ধরে দুজন দুজনের সাথে সৌজন্য বিনিময় করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হাত ধরে বসে থাকা যুযুধান দুই পক্ষের দুই নেতার ছবি ক্যামেরা বন্দী করতে শুরু করেন। দুজনেই ছবি তোলেন। কয়েক মিনিট দুজনের মধ্যে কথা হয়।
পরে উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, মেলায় বসেছিলাম। হঠাৎই জিতেন্দ্র তেওয়ারি দেখতে পেয়ে আমার কাছে আসেন। সামান্য কথা হয়েছে। বিশেষ কিছু কথা নয়। আমার শরীর কেমন আছে দাদা বলে জিতেন্দ্র তেওয়ারি জানতে চান। আমি বলি ভালো। ও কেমন আছে সেটাও আমি জানি। ব্যাস , এতটুকুই।


অন্যদিকে, জিতেন্দ্র তেওয়ারি বলেন, উজ্জ্বল চট্টোপাধ্যায় রাজনীতিতে আমার সিনিয়র। দাদার মতো। প্রাক্তন বিধায়ক। মেলায় ঘুরতে এসে তার দেখা পেলাম। জানতে চাইলাম শরীর কেমন আছে। উনি, বললেন ভালো। এর মধ্যে অন্য কিছু নেই। আপনারা ছিল তুলে, অনেক কিছু বলতেই পারেন। তবে আমাদের কাছে পুরোটাই সৌজন্যমুলক।

Leave a Reply