PANDESWAR-ANDAL

ফের বীরভূম থেকে উদ্ধার চুরি যাওয়া বাইক

বেঙ্গল মিরর, চরন মুখার্জি, পাণ্ডবেশ্বর :চুরি যাওয়া বাইক উদ্ধার করে ফের সাফল্য পেল পাণ্ডবেশ্বর থানার পুলিশ, বাইক চুরির ঘটনায় বীরভূম থেকে গ্রেফতার হল এক দুষ্কৃতী । এবারও পাণ্ডবেশ্বর থানার ওসি রাহুল দেব মন্ডলের নেতৃত্বে পুলিশ পেল বড়সড় সফলতা। পিসি পার্টির পুলিশ বিশেষভাবে তৎপর হয়ে বেশ কিছু তথ্য অনুসন্ধান করে বের করল চুরি যাওয়া বাইক সহ এক ব্যক্তিকে ।

উল্লেখ্য পাণ্ডবেশ্বর থানার পুলিশ মার্চ মাসের ১২ তারিখ পাণ্ডবেশ্বরের রামনগর গ্রামের বাড়ির সামনে থেকে একটি মোটর সাইকেল চুরি যাওয়া প্রসঙ্গে অভিযোগ পায় । এই চুরি যাওয়া গাড়ির মালিক অনয় সিট জানান, গত মাসের ১২ তারিখ তিনি বাইরে থেকে বাইকে করে বাড়ি ফিরে, বাড়ির বাইরে বাইকটি দাঁড় করিয়ে, বাড়ির ভেতরের ঢোকেন, কয়েক মুহূর্ত পরেই তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন সেখান থেকে তার বাইক উধাও। পরে নানান দিকে খোঁজা খুঁজির পরও বাইক না মেলায় পাণ্ডবেশ্বর থানায় বাইক চুরির রিপোর্ট জমা দেন।

সেই লিখিত অভিযোগ পেয়ে এই ঘটনায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ থানার ওসি রাহুল দেব মন্ডলের নেতৃত্বে বাইক চুরি চক্রের সন্ধানে তদন্ত শুরু করে। পরে থানার পিসি পার্টির পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে ধরে পুলিশ মঙ্গলবার রাত্রে বীরভূমের কাঁকড়তলা থানা এলাকা থেকে, শেখ ইসমাইল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সেই নীল রঙের মোটর বাইক । এই ঘটনার পরই পুলিশ ধৃতকে  দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে , বিচারক ধৃতকে আগামীতে জিজ্ঞাসা আমাদের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এখন দেখার এই বাইক চুরি চক্রের সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে সেই  তথ্য উঠে আসে কিনা? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই চুরির ঘটনা সঙ্গে আত্মরাজ্য পাচার চক্রের কোন যোগাযোগ থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *