DURGAPUR

জ্বালানি গ্যাসে সংকটের আশঙ্কা, বিক্ষোভ আন্দোলনে তৃণমূল শ্রমিক সংগঠন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর :     জ্বালানি গ্যাসে সংকটের আশঙ্কা। তৃণমূল শ্রমিক সংগঠনের অভিযোগ নতুন করে চুক্তি হচ্ছে না, তাই  রাষ্ট্রায়াত্ত গ্যাস উত্তোলক সংস্থার উৎপাদন বন্ধ থাকবে। শনিবার এই দাবি তুলে বিক্ষোভ আন্দোলনে সরব হল তৃণমূল শ্রমিক সংগঠনে। শনিবার এই দাবিতে বিনা চুক্তিতেই কাজ করানোর অভিযোগে চলল আন্দোলন। এদিন এই দাবি করে উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠন। শনিবারের এই তীব্র আন্দোলনের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাস সরবরাহের ক্ষেত্রে সংকটের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।



ঘটনা প্রসঙ্গে জানা যায় দুর্গাপুরের লেলিন সরণীতে অবস্থিত রাষ্ট্রায়াত্ত ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের এলপিজি গ্যাস উৎপাদনের কাজে নিয়োজিত রয়েছে প্রায় ৯৩ জন স্থায়ী শ্রমিক । ২০২০ সালে চুক্তি করা শ্রমিকদের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ১৫ আগস্ট। এরপর নতুন করে আর কোন চুক্তি হয়নি। আর এর জেরে বেতন তো বাড়ছেই না, উল্টে পুরনো বেতনও দেওয়া হচ্ছে না সঠিকভাবে। অভিযোগ শ্রমিকদের একাধিক পরিষেবা পাওয়া থেকে থেকেও বঞ্চিত হতে হচ্ছে। জানিয়ে একাধিকবার উত্তোলনকারী সংস্থাকে ও তৃণমূল শ্রমিক সংগঠনকে বিষয়টি জানানো হলেও কোন সমাধান সূত্র মেলেনি। এই অভিযোগ করে দ্রুত এই সমস্যার সমাধান করে  নতুন বেতন চুক্তি করে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি তোলা হয়।  অভিজ্ঞ মহলের অনুমান এই আন্দোলন দীর্ঘতর হলে  দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে জ্বালানি গ্যাসের সংকট সৃষ্টি হতে পারে, যা ক্রমশই ভয়াবহ আকার নিতে পারে মুহূর্তে বলেই মনে করছেন তারা।

Leave a Reply