ASANSOL

বাউল গানের মাধ্যমে ভোট দেওয়ার জন্য সচেতনতা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Voter Awareness Campaign ) হাতে একতারা। পড়নে গেরুয়া পোশাক। এই বেসে রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে গান গেয়ে জনগণকে ভোট দেওয়ার বিষয়ে সচেতন করছেন পূর্ব বর্ধমানের স্বপন দত্ত। বাংলার ঐতিহ্যবাহী বাউলের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য সবার কাছে প্রার্থনা করছেন তিনি। বুধবার স্বপন দত্ত এসেছিলেন আসানসোলের রবীন্দ্র ভবনে। সেখানে তিনি একতারা হাতে গানও গেয়েছেন।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হিসেবে প্রতিটা নির্বাচনের আগে এভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরছি। সব জায়গায় গিয়ে জনগণকে নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন করেছি। মানুষ নির্ভয়ে ভোট দিন। সন্ত্রাস মুক্ত ভোট দিন। এর আগেও বিভিন্ন নির্বাচনের সময় আমি দেখেছি কিভাবে গন্ডগোল হয়। তাতে মানুষ পর্যন্ত মারা যায়। তাই আমি আমার বাউল গানের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করছি। স্বপনবাবু আরো বলেন, নির্বাচন কমিশনকেও তার দায়িত্ব পালনের জন্য আরও সতর্কতা অবলম্বন করতে হবে যাতে বাকি লোকসভা নির্বাচনে এমন কোনো ঘটনা না ঘটে। পুলিশ প্রশাসনকেও তার দায়িত্ব পালন করতে হবে। তবে বাংলায় প্রথম তিন দফার নির্বাচনে জেলায় জেলায় ঝামেলা হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, এইজন্য তো জেলায় ঘুরে ঘুরে মানুষকে আরো বেশি করে সচেতন করছি।

Leave a Reply