ASANSOL-BURNPUR

বার্ণপুরের দামোদর নদীতে ডুবে মৃত্যু স্কুল পড়ুয়ার

বেঙ্গল মিরর,  বার্ণপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বন্ধুদের সঙ্গে বেরিয়ে দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। রবিবার ঘটনাটি আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ভুতাবুড়ি মন্দিরের কাছে। বার্ণপুরের নরসিংবাঁধের সাউপাড়ার বাসিন্দা মৃত স্কুল পড়ুয়ার নাম প্রীতম সিং (১৭)। সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে স্কুল পড়ুয়ার মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, বার্ণপুরের নরসিংবাঁধের সাউপাড়ার বাসিন্দা একাদশ শ্রেণির পড়ুয়া প্রীতম সিং রবিবার দুপুরে পাড়ার ছয় বন্ধুর সাথে দামোদর নদীতে স্নান করতে যায়। বাড়ির লোকেরা তাকে যেতে মানা করেছিলো। বার্ণপুরের ভুতাবুড়ি মন্দিরের কাছে দামোদর নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে প্রীতম। আচমকাই সে নদীর জলে তলিয়ে যায়। তা দেখতে পেয়ে সঙ্গে থাকা বন্ধুরা তাকে খোঁজার চেষ্টা শুরু করে। এরমধ্যেই এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ এলাকায় আসে। খবর পেয়ে প্রীতমের বাড়ির লোকেরা ছুটে আসেন। বেশ কিছুক্ষনের চেষ্টায় রাতে প্রীতমকে নদী থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply