ASANSOL

তিনমাস ধরে পানীয়জলের সমস্যা, মেয়রের দ্বারস্থ মহিলারা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়: তিনমাস ধরে পানীয়জলের সমস্যা। প্রয়োজনীয় পানীয়জল না পেয়ে ক্ষুব্ধ আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁখোয়া গ্রামের মহিলারা বুধবার আসানসোল পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখান। তারা মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করেন ও তারা মেয়রকে বলে গত ৩ মাস ধরে পানীয়জল ঠিকমতো সরবরাহ করা হচ্ছে না। তারা পানীয় জল না পাওয়ায় অনেক সমস্যায় পড়েছেন বলে সাফ জানিয়ে দেন মেয়রকে।


এই প্রসঙ্গে বিক্ষোভকারীদের তরফে পিয়ালী ঘোষাল বলেন, জলের সমস্যার কারণে এদিন আমরা  আসানসোল পুরনিগম ঘেরাও করার পাশাপাশি মেয়রের সঙ্গে দেখা সমস্যার কথা বললাম। এ বিষয়ে এলাকার কাউন্সিলর রীনা মুখোপাধ্যায় কোন কাজ করেননি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। মহিলারা আরো বলেন, তাদের সমস্যার সমাধান না হলে আগামীকাল আবারও তারা আসানসোল পুরনিগমে আসবেন। পানীয়জলের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিনই এমন আন্দোলন করবেন বলে তারা হুমকি দেন। 
মেয়র গোটা বিষয়টি শোনার পরে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply