পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার চার দিন ধরে নিখোঁজ ব্যক্তির দেহ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার বছর আটত্রিশের ব্যক্তির দেহ। চার দিন নিখোঁজ থাকা পর উদ্ধার হল ওই ব্যক্তির দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য জামুড়িয়া বিধানসভার কেন্দা গ্রাম অঞ্চলে। ঘটনা প্রসঙ্গে জানা যায় কেন্দা গ্রাম পঞ্চায়েতের ইস্ট কেন্দা এলাকার দুর্গা মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়োয়, বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দা বছর ৩৮ এর অভিজিৎ ব্যানার্জি নামের এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে, ঘটনার খবর কেন্দা ফাঁড়িতে দিলে , কেন্দা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, দমকল বিভাগকে খবর দিলে, দমকলের একটি ইঞ্জিন রানীগঞ্জ থেকে ঘটনা স্থলে পৌঁছে ওই জল ভর্তি কুয়োর মধ্যে থেকে কুয়োর জল বের করে, ওই দেহটিকে উদ্ধার করে।




জানা গেছে চার দিন আগেই মৃতের বাড়ির পরিজন কেন্দা ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি করে। এরপরই আশ্চর্যজনকভাবে চার দিনের মাথায় এক পরিত্যক্ত কুয়ের মধ্যে এরূপভাবে দেহ পড়ে থাকতে দেখায় চাঞ্চল্য ছড়া এলাকায়।স্থানীয়দের ও মৃতের পরিবার-পরিজনেদের দাবি চারদিন থেকে নিখোঁজ থাকা ওই ব্যক্তি কিভাবে ওই পরিত্যক্ত কুয়োয় পড়ল, তা নিয়ে সন্ধিহান তারা। পরিবারের সদস্য ও স্থানীয়রা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। যদিও পুলিশ স্থানীয়দের সমস্ত ঘটনার তদন্ত করে, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করবেন বলেই আশ্বাস দিয়েছেন। এরপরেই পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দেহটিকে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।এদিকে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে বিভিন্ন নমুনা সংগ্রহ করে, মৃত্যুর কারণ অনুসন্ধানে জুটেছে পুলিশ।