PANDESWAR-ANDAL

জাতীয় সড়কে বাইক থেকে পড়ে মৃত এক, আহত অন্যজন

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : মঙ্গলবার রাত নটা পনেরো নাগাদ জাতীয় সড়কের অন্ডালের ভাদুর মোড়ের কাছে বাইক থেকে পড়ে মৃত্যু হল একজনের আহত হয় অন্যজন । প্রত্যক্ষদর্শীরা জানান দুর্গাপুরের দিক থেকে বাইক নিয়ে দ্রুত গতিতে আসানসোলের দিকে যাচ্ছিলেন দুজন । ভাদুর মোড়ের কাছে স্কিটিং করে বাইক থেকে পড়ে যাই তারা । বাইক সহ দু’জন প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে । যিনি বাইক চালাচ্ছিলেন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । পেছনে বসে থাকা আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা যায় ।

পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ । দুর্ঘটনায় মৃত ও আহত দুজনের নাম পরিচয় জানার প্রক্রিয়া চলছে বলে জানান এক ট্রাফিক গার্ড আধিকারিক । বাইক আরোহী দুজনের মাথাতেই হেলমেট ছিল না বলে জানান প্রত্যক্ষদর্শী অরূপ ভট্টাচার্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *