ব্রিজ মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : কয়লা খনির পণ্য বোঝায় গাড়ি আটকে ভগ্ন প্রায় হাড়াভাঙ্গা ব্রিজ মেরামতের দাবি করে, ব্রিজের মাথায় বিক্ষোভ দেখালো হাড়াভাঙ্গা গ্রাম রক্ষা কমিটি, ও পশ্চিমবঙ্গ গয়লা সমাজের নেত্রী স্থানীয়রা। রবিবার তারা রানীগঞ্জ ব্লকের, তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, হাড়াভাঙ্গা এলাকার নুনিয়া নদীর ব্রিজ, পুনর্গঠনের দাবি জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ।
পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে পড়ে কয়লা ভর্তি ট্রাক। অবরোধকারীদের অভিযোগ, পশ্চিমবঙ্গ রাজ্য সড়ক পরিবহন নিগম নির্মিত তিরাট এলাকার রাস্তাটি দশ টনের বেশি গাড়ি চলাচল নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তি লাগানো হলেও, ওভারলোডেড ও ১০ টনের ভারী যান চলাচল করায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই এলাকাতে রয়েছে ইসিএল এর তিরাট হাইওয়েল প্রজেক্ট। সেখান থেকে ট্রাক ভর্তি কয়লা এই রাস্তা দিয়েই চলাচল করে। এই সেতুই হাড়াভাঙ্গা তিরাট এলাকার সাথে রানীগঞ্জ শহর, জে.কে নগর ও রানীসায়েরের যোগাযোগের একমাত্র পথ। ছাত্র-ছাত্রীসহ প্রায় দশ হাজার মানুষ, প্রতিদিন এই সেতু ব্যবহার করেন। স্থানীয় মানুষের অভিযোগ ভারী ট্রাক চলাচল করে রাস্তা নষ্ট হয়েছে। রাতের দিনে সর্বদাই চলে ভারী সামগ্রী বোঝায় ট্রাক ।
তারা জানান,
বারবার আবেদন করলেও প্রশাসন ও ইসিএল কোন কর্ণপাত করেনি । ইতিমধ্যেই এই রাস্তা তে ৪ জন মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণকারী গ্রামবাসীরা জানান আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবেন। এ বিষয়ে পশ্চিমবঙ্গ গয়লা সমাজের সভাপতি নয়ন গোপ এ বিষয়ে দাবি করেন, অবিলম্বে এই ব্রিজ মেরামত করা না হলে তারা আগামীতে এলাকায় অবস্থিত দুটি খোলা মুখ খনি, ঘিরে অবরোধ করবেন।