ASANSOL

রানীগঞ্জের চিকিৎসক ও সাধারণ নাগরিক প্রতিবাদ জানালো

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের রাজপথে নেমে রানীগঞ্জ এলাকার চিকিৎসক ও সাধারণ নাগরিক একত্রিতভাবে রানীগঞ্জের রামবাগান মোড় এলাকা থেকে নেতাজি স্টাচু পর্যন্ত বিস্তীর্ণ পথ পায়ে হেঁটে পরিক্রমা করে, আরজিকর হাসপাতালে নৃশংস নারকীয় ভাবে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা ও তার তথ্য লোপাট করার অভিযোগ তুলে, এই ঘটনায় মূল অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান এর মাধ্যমে প্রতিবাদ জানালো খনি অঞ্চলের চিকিৎসকেরা। এদিন তারা নিজেদের বক্তব্যে দাবি করেন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চলছে জোর চক্রান্ত যা কখনোই বরদাস্ত করা হবে না, তাদের দাবি যে রূপভাবে নির্মম অত্যাচার করে ওই মেডিকেলের পাঠরতা ছাত্রীকে হত্যা করা হয়েছে, তা যেন মৃত্যু বিভীষিকা কেউ হার মানায়। চিকিৎসকদের দাবি শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রেই নয় সকল ক্ষেত্রেই মহিলাদের নানান কাজে রাতে বিরেতে যেতে হয় নানান কর্মস্থলে আর এই সকল দুষ্কৃত মূলক কাজ যদি প্রতিনিয়তই চলতে থাকে তাহলে মহিলাদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত রয়েছে তাই ভাবিয়ে তোলে আমাদের।

তাই মহিলাদের নিরাপত্তার স্বার্থে কড়া হাতে দুষ্কৃতিদের দমন করতে হবে সরকারকে। চিকিৎসকদের দাবি তারা আজকের এই ধর্মঘট করছেন ইমার্জেন্সি পরিষেবা চালু রেখে। কোনোরূপভাবেই গুরুত্বপূর্ণ পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছে না রোগীরা। তাদের দাবি শুধু এই খনি শহরে তারা বিক্ষোভ আন্দোলন করে ক্ষান্ত থাকবেন না। এ নিয়ে চলবে লাগাতার আন্দোলন। বুধবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ রানীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে রানীগঞ্জের নেতাজী স্ট্যাচু এলাকায় চিকিৎসক ও রানীগঞ্জের বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন এক যোগে একত্রিত হয়ে এলাকার বিশাল সংখ্যক মহিলা। রাস্তায় হাজির হয়ে মোমবাতি মিছিল করে জানাবেন প্রতিবাদ, বলেই জানালেন এদিন বিক্ষোভ মিছিল ও  ধর্মঘটে শামিল সদস্যরা। তাদের দাবি উপযুক্ত বিচার না হলে আগামীতে আরজিকর মেডিকেল হাসপাতালে তারা বিক্ষোভ দেখাতেও প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *