আসানসোলে সুধা হেল্থ কেয়ারে ৭৮ তম স্বাধীনতা দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন সুধা হেল্থ কেয়ারে বৃহস্পতিবার দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস পালনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আইএমএ আসানসোল শাখার সভাপতি ডাঃ একে পান। ডাঃ জে কে সাহা উপস্থিত ছিলেন ।
এর পরে সুধা হেলথকেয়ারের তরফে এদিন আসানসোল প্রাক্তন সেনা কল্যাণ সমিতির (প্রাক্তন সেনা, প্রাক্তন প্রতিরক্ষা) জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরের উদ্বোধন করেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।
এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উচ্চতা, ওজন, ব্লাড প্রেসার, বিএমআই, আরবিএস,পিএফটি, পিএসএ
ও ইসিজি পরীক্ষা করা হয়।
এই শিবিরে চিকিৎসক হিসাবে জেনারেল ফিজিশিয়ান (কনসালটেন্ট) ডাঃ হোসেন আহমেদ ও
গাইনোকোলজিস্ট ( কনসালটেন্ট) ডাঃ জয় শংকর সাহা উপস্থিত ছিলেন।