ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANRANIGANJ-JAMURIA

R G Kar ঘটনার ন্যায় বিচারের দাবি, শিল্পাঞ্চল জুড়ে আন্দোলন

আসানসোলে অধ্যাপক সংগঠনের সংহতি সভা


বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়, কাজল মিত্র, সার্থক দে, চরণ মুখার্জি ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* এবার আরজি করের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামলেন অধ্যাপকদের সংগঠন অধ্যাপক সংহতি মঞ্চ। বুধবার বিকেলে অধ্যাপক সংহতি মঞ্চের  তরফে আসানসোলের বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের সামনে আরজি করের ঘটনায় ন্যায় বিচার চেয়ে সংহতি সভা হয়।  মহিলা ডাক্তার খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হাতে হাত ধরে বিপুল সংখ্যায় অধ্যাপক ও অধ্যাপিকারা এই সভায় উপস্থিত ছিলেন।

সংগঠনের তরফে অর্পিতা চক্রবর্তী  বলেন, এমন একটা নারকীয় ঘটনা ঘটেছে, আমরা নিজেদেরকে শান্ত রাখতে না পেরে রাস্তায় নামতে হয়েছে। যে ঘটনা ঘটেছে তা কোন ভাষায় নিন্দা করা যায় না। ভাবতেই ভয় লাগে যে একজন মহিলা ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছিলেন। তাকেই  তার কর্মক্ষেত্রে খুন হতে হলো। একজন অধ্যাপক হওয়ার কারণে, আমি অনুভব করি যে এটি আমাদের একজন পড়ুয়ার ক্ষেত্রেও ঘটতে পারে।  তিনি আরো বলেন,  অধ্যাপক সংহতি মঞ্চ সেই ঘটনার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনকে পূর্ণ সমর্থন করছে। এর পাশাপাশি দাবি করে যে নারীদের সর্বত্র নিরাপত্তা দেওয়া উচিত, তা শিক্ষা প্রতিষ্ঠান হোক বা কর্মক্ষেত্র।

আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নামলো সালনপুরের ছাত্রছাত্রীরা

আরজিকরের ঘটনার প্রতিবাদের এবার পথে নামলো সালানপুর ব্লকের ছাত্রছাত্রীরা।আরজিকর কলেজের মেডিকেল ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় সঠিক বিচার চেয়ে,এবং দোষীর ফাঁসির দাবি জানিয়ে সালানপুর ব্লকের কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা রূপনারায়ানপুর ডিএভি স্কুল থেকে রূপনারায়ানপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন।মিছিলের শেষে রূপনারায়ানপুর বাসস্ট্যান্ড এর কাছে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানায় পড়ুয়ারা।প্রায় দশ মিনিট এই পথ অবরোধ চলে।তবে মিছিলে দেখা যায় সালানপুর ব্লকের ছাত্রছাত্রীদের সঙ্গে পায়ে পা মেলান জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখার্জীকে।ছাত্রছাত্রীরা জানান কোনো দলের ডাকে নয় ছাত্র ছাত্রীরা নিজে থেকেই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই প্রতিবাদে যোগদেন।আমাদের একটাই দাবি আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসি।

আরজি কর কাণ্ড : অন্ডালে বিএড পড়ুয়াদের প্রতিবাদ মিছিল


ঘটনার ১৩ দিন পরেও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে আরজি কর কান্ড নিয়ে । প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সামিল হচ্ছে রাজনৈতিক দলগুলির পাশাপাশি অরাজনৈতিক সংগঠনগুলিও । বুধবার অন্ডালের একটি বেসরকারি বিএড কলেজের ছাত্র-ছাত্রীরা এদিন প্রতিবাদ মিছিল করে । প্রায় ১০০ জন অংশ নেই এদিনের প্রতিবাদ মিছিলে । মিছিলটি শুরু হয় অন্ডাল থানার সংলগ্ন বিএড কলেজ চত্বর থেকে । সার্ভিস রোড ধরে কাজোড়া মোড়, পাঁচ নম্বর এলাকা হয়ে বিএড কলেজে এসে শেষ হয় মিছিল । কলেজের শিক্ষক পড়ুয়া শান্তনু ভট্টাচার্য, রিনা রায়-রা বলেন আরজি কর মেডিকেল কলেজে যেভাবে তিলকত্তমা কে ধর্ষণ ও নৃশংস ভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদেই এদিনের মিছিল । নিরপেক্ষ তদন্ত, সমস্ত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে মিছিল থেকে ।

অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদ মিছিল

বেলিয়া বাথান থেকে জে কে নগর বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ দেখালো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মহিলারা। এদিন তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিস্তীর্ণ পথ পায়ে হেঁটে মিছিল করে আরজি করের ঘটনার বিরুদ্ধে শ্লোগান তুলে দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়। তারা দাবি করে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন। তাদের এও দাবি কার্যক্ষেত্রে তাদের নিরাপত্তার অভাব রয়েছে সেই নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি প্রশাসনকে নিতে হবে। একই সাথেই আর জি করের ঘটনার সম্পূর্ণ তদন্ত করে প্রকৃত দোষীদের এই ঘটনার মূল মাথা যারা রয়েছে তাদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দিতে হবে। বুধবারের এই বিক্ষোভ কর্মসূচিতে আইসিডিএস এর অসংখ্য মহিলা নির্যাতনের বিভিন্ন ছবি ব্যানারে তুলে ধরে দিকে দিকে তাদের প্রচার আন্দোলন ছড়িয়ে দেয়।

রানীগঞ্জে প্রতিবাদ মিছিলে নামলো জন প্লাবন

আর জি কর হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আরো এক দফায় রানীগঞ্জ শহরের জাতীয় সড়কে নামলো জন প্লাবন। দিল রানীগঞ্জের সমস্ত ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী  নার্স ব্যবসায়িক মহলের বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে অগণিত সাধারণ বাড়ির মহিলা থেকে যুব সদস্য সকলেই উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুলে ৬০ নম্বর জাতীয় সড়কের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশ থেকে তাদের এই শিক্ষক মিছিল শুরু করে রানীগঞ্জের নেতাজি স্ট্যাচু পর্যন্ত তাদের প্রতিবাদ আন্দোলন গর্জে ওঠে। বিক্ষোভ মিছিলের বিভিন্ন অংশে নারকীয় ঘটনার বিভিন্ন কথা ব্যানার, পোস্টারে তুলে ধরে অবিলম্বে এই ঘটনায় যুক্ত থাকা সকল দুষ্কৃতকারীদের গ্রেফতার করে কঠিনতম শাস্তি দেওয়ার দাবিতে সোচ্চার হয়। সকল বিক্ষোভকারীরাই দাবি করে যেভাবে এগোচ্ছে আমার চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তা দেখে তারা কখনোই সঠিক বিচার পাবে না বলেই আশা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *