ইসিএল এরকয়লা খনি, চলছে মা কালীর ভরসায় !
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ইসিএল এর সবকটি কয়লা খনি, চলছে মা কালীর ভরসায়। বেশিরভাগ খনিতেই নিরাপত্তার কোন বালাই নেই। কয়লা খনির মাইনিং সর্দারদের, খনিতে ভয়াবহ বিপদ রয়েছে তা জেনেও সেখানে গিয়ে তাদের কাজ করতে দেখা গেলেও, বেশিরভাগ ক্ষেত্রেই কয়লা খনির এজেন্ট ম্যানেজারদের দেখা যাচ্ছে না কয়লা খনিতে নেমে, উৎপাদনের বিষয়গুলি খতিয়ে দেখতে। যা সাধারনত কয়লা খনির মধ্যে নিরাপত্তার অভাব থাকার কারণেই হয়ে থাকে, বলেই দাবি করে, খনির অফিসিয়ালদের, নিরাপত্তার দাবি, তাদের প্রমোশনের দাবি, ও চার্জ এলাউন্সের দাবিতে এবার সরব হল, ইন্ডিয়ান ন্যাশনাল মাইন্স অফিশিয়াল এন্ড সুপারভাইজারী স্টাফ অ্যাসোসিয়েশন, এক কথায় ইনমোসা সংগঠন।
রবিবার এই সংগঠনের পক্ষ থেকে জামুরিয়া এলাকায় অবস্থিত, সোনপুর বাজারি এরিয়ার রবীন্দ্র কলোনির, রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক মঞ্চে, সেন্ট্রাল কমিটির বৈঠক সম্পন্ন হল। এদিন কয়লা খনির নিরাপত্তার বিষয় নিয়ে বিশেষভাবে আলোকপাত করেন সকলে। এদিন তারা পদোন্নতি, ও নিরাপত্তার বিষয়কে জোরদার করার সাথেই আগামী দিনে নিজেদের দাবি আদায়ের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করা উচিত তা নিয়েও আলোকপাত করেন।
এই বৈঠকে মুখ্য বক্তা হিসেবে বিশেষভাবে উপস্থিত হন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পি এন মিশ্রা, সংগঠনের ইসিএলের সভাপতি সমীর চক্রবর্তী, সহ সভাপতি এস .কে রায় চৌধুরী, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট উমেশ সিং, ওয়ার্কিং প্রেসিডেন্ট সুশীল কুমার, ই সি এল এর ডিভিশনাল সেক্রেটারি ডি .কে. পান্ডে, এরিয়া প্রেসিডেন্ট সাধন ঘোষ, এরিয়া সেক্রেটারি সুব্রত মুখার্জি সহ 14 টি এরিয়ার প্রেসিডেন্ট ও সেক্রেটারিদের সাথেই সংস্থার সকল সদস্যরা। এদিনের এই বৈঠকে আগামী দিনে তাদের দাবি পূরণের জন্য বৃহত্তর আন্দোলনে যাওয়ার রুপ রেখা তৈরি করেন।