আসানসোল দক্ষিণ বিধানসভা, বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিজেপি বিধায়ক, ৬০০ ত্রিপল বিলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ টানা কদিনের বৃষ্টিতে বাংলার অন্য জেলার মতো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভায় বিভিন্ন এলাকায় প্রচুর কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেইসব বাড়িতে থাকা পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240921-wa04311057771058234602856-500x375.jpg)
,তার নির্দেশে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বার্ণপুরের ধরমপুর নরসিংবাঁধ, রামবাঁধ, শান্তিনগর রানিগঞ্জের বল্লনপুর, , তিরাট , কালিপাহাড়ি, ডাংমহিশিলা, এগারা ও ডামরা এলাকায় ৬০০ টি ত্রিপল বিলি করা হয়। বিধায়কের নির্দেশে এই ত্রিপল বিলি করেন পার্থ সারথী দাস, সঙ্গীতা নুনিয়া, রামানন্দ শা, সন্দীপ কুমার , সঞ্জয় যাদব, অপূর্ব কুমার, কাকলি ঘোষ দিব্যিয়া শর্মা, সন্ধ্যা পরমাণিক, দীপা ঘোষ, আনমোল সিং ভরত ধ্রুব ও রুপা ভার্মা।