RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের টিডিবি কলেজে  ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ প্রাক্তনীর বিরুদ্ধে, তদন্তে পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :   রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ কমার্সের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রীর সাথে কলেজে ভর্তি করার নাম করে তার কাছে টাকা চাওয়া ও সেই ছাত্রীকে নির্জনে নিয়ে গিয়ে কলেজ চত্বরের মধ্যে শ্লীলতাহানি করেছে বলেই অভিযোগ তুলল এক ছাত্রীর বাবা-মা। শনিবার তারা এই বিষয়ে কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জির হাতে একটি অভিযোগ পত্র তুলে দেয়। টিচার ইনচার্জ এ বিষয়ে জানিয়েছেন তিনি অভিযোগপত্র পাওয়ার পর পরই বিষয়টিকে নিয়ে থানায় যোগাযোগ করে সমস্ত বিষয়টি পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছেন।

রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসন এই ঘটনার খবর পাওয়ার পর পরই রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে এক বিশেষ তদন্তকারী দলকে টিডিবি কলেজে পাঠিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেন। এই ঘটনার পরপরই পুলিশের বিশেষ তদন্তকারী দল কলেজ চত্বরে থাকা বিভিন্ন অংশে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনা কি ঘটেছিল, কোন সময় এই ঘটনা ঘটেছিল, কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সে সকল বিষয়গুলি খতিয়ে দেখছেন।

জানা গেছে শনিবার সকাল ১০ টা নাগাদ এনসিসি বিল্ডিং এর উপরি তলায় ওই কলেজে ভর্তি হতে আসা ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনই অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা-মা বলে জানা গেছে। এ মুহূর্তে পুলিশ প্রশাসন সমস্ত ঘটনা খতিয়ে দেখে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে, এই ঘটনা আদপে কি ঘটেছে, সে সকল বিষয়গুলি খতিয়ে দেখছেন।


জানা গেছে এ বিষয়ে ওই ছাত্রীর পরিবার, রানীগঞ্জ থানায় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে কারা এই ঘটনা ঘটালো, আদেও কে  এধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা ? সে সকল বিষয়গুলি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে এ বিষয়ে শনিবার ত্রিবেণী দেবী ভলিটিয়া কলেজ, এক কথায় টিডিবি কলেজে, ঘটা ঘটনার প্রেক্ষিতে, মুখ খুলেছেন, রানীগঞ্জের বিধায়ক, তথা ওই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, তাপস বন্দ্যোপাধ্যায় , তিনি তার বক্তব্যে গুরুতর অভিযোগ করেন। তিনি এদিন তার বক্তব্যে দাবি করেন, এই ঘটনায় যুক্ত থাকা অভিযুক্তদের কঠিনতম শাস্তি হোক, যা নিয়ে তিনি একজন প্রাক্তন ছাত্রের নামও করেছেন। তার এও দাবি, যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে, বারংবার তাদের মাথায় নিশ্চয়ই বড় কোন হাত রয়েছে, এই বলে তিনি তার ঝাঁজালো বক্তব্যে, কলেজে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানান।

সেখানেই এদিন বিজেপির পক্ষ থেকে বিজেপির রানীগঞ্জ শহর মন্ডলের সভাপতি দেবজিৎ খাঁ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি এদিন বেশ কয়েকজনের নাম করেই এই ঘটনায় তাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান একই সাথে তার দাবি অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না হলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে  প্রস্তুত আছেন।

এস এফ আই জেলা সম্পাদক সুদীপ কুরি এই ঘটনার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, আরজি কর কাণ্ড সহ গোটা রাজ্যে যা চলছে তারই প্রতিফলন ঘটেছে টিডিবি কলেজে। রানিগঞ্জ সহ জেলার ছাত্রসংসদ গুলি তৃণমূলের গুণ্ডাদের আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসনের মদতে টিএমসিপি ছাত্র সংসদ দখল করে তোলাবাজি, দুর্নীতি ও শ্লীলতাহানি করছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে এসএফআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *