ASANSOL

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৪ : পশ্চিম বর্ধমান জেলার ১২টি কমিটিকে পুরস্কার


বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : “বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৪” এ পশ্চিম বর্ধমান  জেলার ১২ টি কমিটিকে পুরষ্কৃত করা হলে। বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে আসানসোলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সভাকক্ষে পশ্চিম বর্ধমান জেলা শারদ সম্মান ২০২৪ পুরষ্কার দেওয়া হয় ।  আসানসোল ও দুর্গাপুর মহকুমায় রয়েছে এই ১২টি পূজা কমিটি।  পুরষ্কার তুলে দেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( হেড কোয়ার্টার)  অরবিন্দ আনন্দ, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল,  আসানসোলের মহকুমাশাসক (সদর)  বিশ্বজিৎ ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।


জেলাশাসক বলেন, প্রতি বছরের মতো এবারও রাজ্য সরকারের আইএনসিএ( INCA)  বিভাগ কর্তৃক বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হয়েছে। মোট চারটি বিভাগে পুরষ্কার দেওয়া হয়েছে। সেগুলো হলো  সেরা প্রতিমা, সেরা প্যান্ডেল, সেরা পূজা এবং সমাজে সচেতনতা তৈরির জন্য সেরা উদ্যোগ। আসানসোল ও দুর্গাপুর এলাকায় মোট ১২টি পূজা কমিটিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তিনি দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন।  তিনি প্রার্থনা করেন যে পূজা সবার জন্য যেন ভাল হয়।


সেরা পুজো দেওয়া হল দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটি, আসানসোলের অপকার গার্ডেন দুর্গা পুজো কমিটি এবং রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবকে। সেরা প্রতিমা বিভাগে পুরস্কার দেওয়া হয় দুর্গাপুরের লিডিং কালচারাল কাউন্সিল, আসানসোলের কল্যাণপুর আদি দুর্গাপূজা এবং দুর্গাপুরের নবারুণ দুর্গা পূজা কমিটিকে।

দুর্গাপুরের মার্কোনি দক্ষিণপল্লী দুর্গাপূজা কমিটি, চিত্তরঞ্জন এলাকার ৬ সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং দুর্গাপুরের বুদ্ধ বিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মিলনী সেরা মণ্ডপ বিভাগে সম্মানিত হয়। গোপালপুর ইউনাইটেড ক্লাব, রাজবাড়ী মোড সার্বজনীন দুর্গোৎসব ও ডুমুরতলা সার্বজনীন দূর্গা পূজার সেরা সামাজিক সচেতনতা ছড়ানোর জন্য পুরস্কৃত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *