ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি থানার অন্তর্গত দমহানি থেকে গ্রাম দমানি যাবার রাস্তা থেকে কাল রাত্রি আটটা 50 নাগাদ ওষুধ বিক্রেতা তিনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন সেই টাইমে বাইক আটকিয়ে দুজন ছেলে প্রথমে চাবি কেড়ে নেয় তারপরে 80 থেকে 85 হাজার টাকা ব্যাগে রাখা ছিল তার সঙ্গে কিছু ওষুধের দরকারি কাগজপত্র ছিল সব গুলো নিয়ে দমহানি তেল পাড়ার দিকে ঢুকে যায় দুষ্কৃতীরা তারপরে থানায় খবর দেয়া হয় ।

বারাবনি থানা

থানা যেও রাত্রে এগারোটার তল্লাশি করে কিন্তু কোন খবর এখন অব্দি পাওয়া যায়নি কে বা কারা এই ঘটনা করল পুলিশ তদন্ত চালু করেছে এই ভদ্রলোকের নাম উজ্জ্বল মুখার্জি এনার দমানি বাজার ওষুধের দোকান আছে।

Leave a Reply