আসানসোল উত্তর ব্লক ১ নং মহিলা তৃনমুল কংগ্রেসের উদ্যোগ, ৬০০ জনকে কম্বল বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের জিটি রোডের সিটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল আসানসোল উত্তর ব্লক ১ নং মহিলা তৃণমূল কংগ্রেস। এই অনুষ্ঠানে প্রায় ৬০০ জন মহিলাকে শীত বস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়েছে।
কম্বল বিতরণের এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল উত্তর ব্লকের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানটি, ব্লক সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, ব্লক সভানেত্রী তথা কাউন্সিলর শম্পা দাঁ, সহসভাপতি ভানু বোস সহ আরো অনেক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।




এই অনুষ্ঠানে অভিজিৎ ঘটক বলেন, আমাদের দল সবসময় সমাজের সর্বস্তরের মানুষের পাশে থাকে। দলের সব নেতা ও কর্মীদেরকেও এমনই নির্দেশ দেওয়া আছে। গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের প্রতিটি বিপদে পাশে থাকেন, একই আদর্শ অনুসরণ করে মলয় ঘটক ও অভিজিৎ ঘটকও মানুষের সেবা করেন। তিনি শম্পা দাঁয়ের প্রশংসা করে বলেন, মাত্র কয়েকদিন আগে তিনি প্রায় ৬০০ মহিলাকে শাড়ি দিয়েছিলেন। এদিন ৬০০ মহিলাকে কম্বল দেওয়া হচ্ছে।