RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের বিভিন্ন অংশে পুলিশের ফুটপাথ দখল মুক্ত অভিযান

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জ থানা ও রানীগঞ্জ ট্রাফিক গার্ডের পুলিশ যৌথভাবে রানিগঞ্জ বাজার এলাকার বড়বাজার মারওয়ারি পট্টি ও হাট তলা এলাকায় একযোগে অভিযান চালিয়ে সেই সমস্ত এলাকায় অবৈধভাবে রাস্তা দখল করা বিভিন্ন ব্যবসায়ীদের ও ফুটপাত দখল করে থাকা বেশ কিছু দোকানদারদের রাস্তার থেকে হটিয়ে দিতে তৎপর হলেন। সোমবার সকাল ১১ টা থেকে তারা রানীগঞ্জের বাজার এলাকার বিভিন্ন অংশে পুলিশের বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালান। এর মধ্যে বেশ কিছু ফল দোকানের ঠেলাগাড়ি থেকে অন্যায় ভাবে রাস্তা দখল করে ফল বিক্রির অপরাধে তাদের কাটা গুলিকে বাজেয়াপ্ত করা হয়। একইভাবে যে সকল দোকানদারেরা তাদের দোকানের পসরা দোকান পরিসরের থেকেও বাইরে বের করে রাস্তার মধ্যে দোকানের সকল সামগ্রী রেখে দিচ্ছিলেন তাদেরকেও সোমবার হুঁশিয়ারি দিয়ে আগামীতে এ সকল লক্ষ্য করা গেলে তাদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।

এদিনের এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন রানীগঞ্জ থানার ট্রাফিক গার্ডের ওসি চিত্ততোষ মন্ডল, সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জের পিসি পার্টির পুলিশ ও অন্য সকল পুলিশ প্রশাসনের আধিকারিকদের। উল্লেখ্য রানিগঞ্জ শহরে যানজট নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, পূর্বেও বেশ কয়েক দফায় কর্পোরেশনের তরফে যানজট মোকাবিলার জন্য উদ্যোগ গ্রহণ করা হলেও নিয়মিত নজরদারি না চালানোর জন্য প্রায়শই অন্যায় ভাবেই বেশ কিছু ব্যবসায়ী রাস্তা ঘিরে ধরে ব্যবসা শুরু করে দেয় যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই অসুবিধায় পড়তে হয় বিভিন্ন যানবাহনের চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষদের। এ নিয়ে বারংবার অভিযোগ জানানোর পর এবার পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হলো কড়া ব্যবস্থা।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে বর্তমানে যে সকল দোকানগুলিতে এ ধরনের রাস্তা ঘিরে ধরে ব্যবসা করা হচ্ছে তাদের সচেতন করা হয়েছে পরবর্তীতে তারা এ ধরনের আবারো কাজকর্ম সেসকল দোকানদারেরা করলে তাদের বিরুদ্ধে আইন অনুব্যবস্থা গ্রহণ করবেন বলেই জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা। উল্লেখ্য অপরিকল্পিত এই শহরে যানজট একটা দীর্ঘদিনের সমস্যা আর এই সমস্যা অনেকটাই বাজারে এলাকায় বেশি ভাবে হয়ে থাকে শুধুমাত্র রাস্তাঘাট দখল করে নেওয়ার জন্য এখন দেখার পুলিশ প্রশাসনের এই উদ্যোগের পর আগামীতে রাস্তাঘাট কতটা চলাচলযোগ্য হয়। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে এ ধরনের অভিযান তারা প্রায়শই বাজার এলাকায় চালাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *