অবৈধ বালি বোঝায় একটি ডাম্পার আটক করলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ
বেঙ্গল মিরর, কাজল মিত্র: আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ আজ সকাল ৭টায় নিয়ামতপুর চিত্তরঞ্জন রোড থেকে অবৈধ বালু বোঝাই একটি ডাম্পার গাড়ি আটক করে নিয়ামতপুর ফাড়িতে নিয়ে আসে ।
গত দুই দিন আগেও আরেকটি অবৈধ বালি বোঝায় ট্রাক্টর আটক করা হয়েছিল বলে জানা গিয়েছে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/01/img-20240124-wa024470222633896735445.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/screenshot_2024_1212_1859126284855468896182914-500x289.jpg)
রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার জমি মাফিয়া থেকে আরম্ভ করে পুকুর ভরাট সহ একাধিক অবৈধ কার্যকলাপের বিষয়ে। এরপর আসানসোল দুর্গাপুর পুলিশের দেখা মিলেছে বিভিন্ন ধরনের অ্যাকশন অবৈধ জমি দখল, পুকুর ভরাট অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।ঠিক সেই ভাবে চলছে অবৈধ বালি বোঝায় বাহন আটক করা এবং অভিযুক্তদের নামে মামলা করা। সেই দৃশ্য দেখা মিলল আজ নিয়ামতপুর ফাঁড়িতে।