বালি পাচারের সময় হাতেনাতে পাকড়াও তিনটি ট্রাক্টর, ধৃত তিন চালক
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়,* আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অজয় নদী থেকে বালি তুলে পাচারের সময় হাতেনাতে পাকড়াও করলো তিনটি ট্রাক্টরকে। গ্রেফতার করা হয় তিনটি ট্রাক্টরের তিন চালককে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে বারাবনি থানার পুলিশ কাপিষ্ঠা – জামগ্রাম রাস্তায় অন্য দিনের মতো টহল দিচ্ছিলো। সেই সময় তিনটি ট্রাক্টর বালি বোঝাই করে অজয় নদী থেকে রাস্তায় উঠে। পুলিশ হাতেনাতে ধরে বালি বোঝাই তিনটি ট্রাক্টরকে।
পুলিশ ট্রাক্টরের চালকদের কাছ থেকে সেই বালির বৈধ চালান দেখতে চায়। কিন্তু তারা পুলিশকে বালির জন্য বৈধ চালান দেখাতে পারেনি। এরপর তিনজন চালককে পুলিশ গ্রেফতার করে বারাবনি থানায় নিয়ে আসা হয়। একইভাবে বালি বোঝাই তিনটি ট্রাক্টরকে পুলিশ হেফাজতে নেয়।
শুক্রবার সকালে ধৃত তিন চালককে আসানসোল আদালতে তোলা হয়।