দুর্ঘটনার ৩৬ দিন পর মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে দেহ নিয়ে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ৩৬ দিন আগে দুর্ঘটনার কবলে পড়ার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও সুস্থ না হয়ে,তার মৃত্যু হওয়ায় সেই মৃত শ্রমিকের দেহ নিয়ে এবার কারখানা গেটে ক্ষতিপূরণের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদের সরব হল মৃতের পরিবার-পরিজন। মঙ্গলবার সন্ধ্যায় জামুরিয়ার ইকরা শিল্প তালুকের আর এ আই সি নামের এক কারখানায় লক্ষ্য করা গেল এই অবস্থান বিক্ষোভ। আর এই ঘটনার পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে ঘটনাস্থলে হাজির রয়েছে জামুড়িয়া থানার পুলিশ।




ঘটনা প্রসঙ্গে জানা যায় আর এআইসি নামের এক কারখানায় গত 6 ডিসেম্বর কারখানার কাজে বেল্ট লাগানোর জন্য বছর চল্লিশের মহেন্দ্র রাম নামে দুর্গাপুর মেনগেটের বাসিন্দা কাজ করছিলেন। সে সময় সে দুর্ঘটনার কবলে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। এই ঘটনার পরপরই তাকে জেলা হাসপাতাল সহ দুর্গাপুরের নামিদামি হাসপাতাল গুলিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ই এস আই হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে দুর্গাপুরের গৌরী দেবী হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর গতকাল তার মৃত্যু হয়।
যদিও মৃতের পরিজন এদের দাবি এই দুর্ঘটনার সময়কাল থেকেই কারখানা কর্তৃপক্ষ তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবে বলে আশ্বাস দেয় কিন্তু এ সময় তারা কোনরূপ কোন ব্যবস্থা গ্রহণ না করায় দুর্ভোগে পড়েছে। সে কারণেই তারা দাবি আদায়ের লক্ষ্যে দেহটি সঙ্গে নিয়ে এসে কারখানা কর্তৃপক্ষের কাছে অবিলম্বে দাবি পূরণের জন্য অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ দেখাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না তাদের এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে তাদের এই অবস্থান বিক্ষোভ। এ মুহূর্তে যেকোনো রূপ উত্তেজনাময় পরিস্থিতি রোখার লক্ষ্যে, ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী চালাচ্ছে নজরদারি।