BARABANI-SALANPUR-CHITTARANJAN

মাঝ রাত পর্যন্ত মদ বিক্রি করার অভিযোগ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি এলাকার সামডি (রোড) এ অবস্থিত জয়া রিসেপশন লজের কাছে মৌচাক রেস্তোরাঁর মালিকের  স্বেচ্ছাচারিতা আজকাল তুঙ্গে, মালিকের না আছে পুলিশের ভয়, না আছে আবগারি দফতরের চিন্তা সরকারি নিয়ম-নীতি শিকেয় তুলে পুলিশ প্রসাশন ও আবগারি ডিপার্টমেন্ট এর   অফিসারদের পকেটে রেখে মধ্য রাত পর্যন্ত অবৈধভাবে  মদ বিক্রি করছে ।যার কারনে দোকানের সামনে দিনরাত অসামাজিক মানুষের উপদ্রব লেগেই আছে ।মৌচাক বার এন্ড রেস্টুরেন্ট  মালিকের খুচরা প্যাক অনুযায়ী নির্দিষ্ট সময় অনুযায়ী মদ বিক্রি করার নিয়ম থাকলেও মধ্যরাত পর্যন্ত বারকোড বাইরে নিয়ে  মদ বিক্রি করছে।কখনও কখনও পেছন গেট দিয়ে লুকিয়ে লুকিয়ে রাত্রি বারোটা একটা পর্যন্ত মদ দিচ্ছে কাস্টমার দের ।


সম্প্রতি ওই এলাকায় পুলিশের হাতে তিনজন চোর ধরা পড়ে, যার জন্য চারিদিকে পুলিশ প্রশংসিত হয়, স্থানীয় লোকজন  সাংবাদিকদের জানান সামডি  রোড এলাকায় ওই দোকান থেকে মাঝ রাত পর্যন্ত মদ কেনার জন্য ভিড় থাকে ।রাতের বেলায় এসব দোকানের কারণে এলাকায় অসামাজিকদের উপচে পড়া ভিড় বাড়ছে এবং অপরাধও বেড়ে চলেছে।এই খবর পেয়ে সাংবাদিকরা গভীর রাতে এলাকা পরিদর্শনে গিয়ে দেখাযায় সামডি রোডে মৌচাক বার এর কাছে ব্যাপক ভিড়। মৌচাক রেস্টুরেন্ট কাম বারের মালিক দক্ষিণ মন্ডল, তার ছেলে কিশোর মন্ডল ও কর্মচারীরা সবজির মতো মদ বিক্রি করছে, শুধু তাই নয় বারকোড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে অনলাইনে টাকাও নেওয়া হচ্ছে।


সেই ছবি তুলতে গেলে এবং এত রাত পর্যন্ত মদ বিক্রীর কারন জানতে চাওয়া হলে
দোকানের মালিক কিশোর মন্ডল ও দক্ষিণ মন্ডল ক্ষিপ্ত হয়ে ওঠে,এবং  সাংবাদিকদের গাড়ি থামিয়ে তাদের ক্যামেরা কেড়ে মারার হুমকি দেওয়া হয়,এবং দোকানের মালিক দক্ষিণ মন্ডল গলায় তুলসী মালা ও মাথায় তিলক নিয়ে   অকথ্য ভাষায় গালিগালাজ করে যার ভদ্রতার তিনি নিজে দিয়ে দেন তিনি কতটা   সাধু । তাদের কথা শুনে মনে হচ্ছে  নেতা, ও পুলিশ আর আবগারি বিভাগ সবাই  তাদের পকেটে থাকে।তারা   সবাইকে টাকা দিয়ে দোকান চালাই। এই ঘটনায়   রূপনারায়ণপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, সেখানে পুলিশ ইতিবাচক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।  এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, দোকানের মালিকের দাপট তো সবারই জানা, এখানেও আবগারি দফতরের নিয়ম-কানুন মানা হয় না, যেকোন ছুটির দিন যেমন  ১৫ আগস্ট, ২৬ জানুয়ারি, ২রা অক্টোবর।এবং অন্যান্য দিনেও দোকানের  পেছন থেকে মদ বিক্রি হয় । অন্যদিকে দোকান মালিক এই অভিযোগ অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *