ব্যাঙ্গালুরুতে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, পদক বার্নপুর আইএসপির সুব্রত পালের
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ব্যাঙ্গালুরুর কান্তীরভা স্টেডিয়ামে ৪৫তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বার্নপুরের সেল আইএসপি বা ইস্কো কারখানা ( স্টিল প্ল্যান্ট) সুব্রত পাল ১০০ মিটার হার্ডেলসে রুপোর পদক জিতলেন। গত ৪ মার্চ চ্যাম্পিয়ানশিপে এই ইভেন্টটি হয়।




সুব্রত পাল কিশোর অবস্থা থেকেই একজন ফুটবল খেলোয়াড় এবং একজন অভিজ্ঞ ক্রীড়াবিদ হিসেবে পরিচিত। সুব্রত পাল বার্নপুর ইস্কো কারখানা বা স্টিল প্ল্যান্টের ইডি বা এক্সিকিউটিভ ডিরেক্টরের (অর্থ ও হিসাব) অফিসের সেকশন অফিসার।
এর আগে তিনি হুগলির কোন্নগরে ৩৯ তম পশ্চিমবঙ্গ রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ ১০০ মিটার হার্ডেলস, লং জাম্প এবং ট্রিপল জাম্প ইভেন্টে তিনটি স্বর্ণ পদক জিতেছিলেন।