PANDESWAR-ANDAL

দূষণ বন্ধের দাবিতে কয়লা পরিবহন আটকে বিক্ষোভ

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : মূল রাস্তার উপর দিয়ে কয়লা পরিবহনের ফলে এলাকায় ছড়াচ্ছে দূষণ । ওভারলোড গাড়ী চলাচল বন্ধ, দূষণ রোধে ব্যবস্থা নিতে কয়লার গাড়ি আটকে বিক্ষোভ দেখালো বাজার সমিতির সদস্যরা । দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম এর ঘটনা । রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের মাধাইপুর কোলিয়ারির কয়লা বোঝাই গাড়ি রোজ যাতায়াত করে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম, নতুনডাঙ্গা রাস্তা দিয়ে । ওভারলোড কয়লা বোঝাই ভারি গাড়ি যাতায়াতের ফলে ক্ষতি হচ্ছে রাস্তার, হাওয়াতে কয়লার গুঁড়ো ছড়িয়ে বাড়ছে দূষণ, সেই সাথে খানাখন্দ রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা । বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল রাস্তার দুপাশের ব্যবসায়ীদের মধ্যে । বুধবার বনগ্রাম মোড়ে ইসিএলের কয়লা বোঝায় গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীদের সংগঠন “বাজার সমিতি”র সদস্যরা ।

সংগঠনের সম্পাদক তথা ব্যবসায়ী ননীগোপাল ব্যানার্জি বলেন মূল রাস্তা দিয়ে প্রতিদিন ওভারলোড কয়লা বোঝায় গাড়ি যাতায়াতের ফলে রাস্তার বেহাল দশা হয়েছে । প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দূষণের কারণে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের । বহুবার পদক্ষেপ নিতে বলা সত্ত্বেও কোলিয়ারি কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি সেই কারণেই এদিন পরিবহন আটকে বিক্ষোভ বলে জানান তিনি । ওভারলোড গাড়ি চলাচল বন্ধ, কয়লা ঢাকা দিয়ে পরিবহন করা, রাস্তায় নিয়মিত জলের স্প্রে করার দাবি জানান তিনি । এদিন সকাল দশটা নাগাদ শুরু হয় অবরোধ চলে প্রায় ঘন্টা তিনেক । খবর পেয়ে অবরোধকারীদের সাথে কথা বলতে আসেন মাধাইপুর কোলিয়ারির এক আধিকারিক । ব্যবসায়ীদের দাবি মেনে কয়লা পরিবহনের আশ্বাস দিলে ওঠে অবরোধ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *