বার্নপুর ইস্কো কারখানার ঠিকা শ্রমিকদের বেতন সহ একাধিক দাবি, অশোক রুদ্রের নেতৃত্বে শ্রম দপ্তরের কমিশনারের কাছে প্রতিনিধিদল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার আসানসোলের কন্যাপুরে শ্রম দপ্তরের কেন্দ্রীয় আঞ্চলিক কমিশনারের সাথে দেখা করে। বেশকিছু বিষয় নিয়ে তাদের মধ্যে বৈঠকও হয়। বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার আশেপাশের ২২টি ওয়ার্ডের কাউন্সিলর এবং ৩ জন বোরো চেয়ারম্যান এই বৈঠকে উপস্থিত ছিলেন।




পরে অশোক রুদ্র বলেন, পশ্চিম বর্ধমান জেলায় সেল আইএসপির তিনটি কারখানা রয়েছে। কিন্তু তার মধ্যে বার্নপুরের সেল আইএসপির ঠিকা শ্রমিকরা সবচেয়ে কম বেতন পান। এদিন কেন্দ্রীয় আঞ্চলিক কমিশনারের সামনে এই বিষয়টি উত্থাপন করা হয়েছে । এছাড়াও, তিনি বলেন, সেল আইএসপিতে আধুনিকীকরণ খুব শীঘ্রই হতে চলেছে। তাতে নিয়োগের সময় স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।
একই সাথে, তিনি কিছু ঠিকাদারদের প্রসঙ্গে বলেন যে, একদিকে এখানে শ্রমিকদের বেতন অন্যান্য কারখানার তুলনায় কম। অন্যদিকে, কিছু ঠিকাদার যারা, নানা অছিলায় শ্রমিকদের কাছ থেকে টাকা নেয়। তিনি বলেন, ঠিকাদারদের এটা করা উচিত নয়। শ্রমিকদের উপর এই ধরণের শোষণ বন্ধ করা উচিত। তিনি শ্রম কমিশনারের কাছে সেল আইএসপি কতৃপক্ষর সঙ্গে এই ব্যাপারে কথা বলার জন্য আবেদন করেছেন।