জেলাশাসকের উপস্থিতিতে ডিস্ট্রিক্ট স্যান্ড কমিটির বৈঠকে সিদ্ধান্ত , ১ জুলাই থেকে বালি তোলা বন্ধ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বর্ষার কারণে পশ্চিম বর্ধমান জেলায় নদী থেকে বালি তোলার কাজ সরকারি ভাবে বন্ধ রাখা হচ্ছে। মঙ্গলবার জেলাশাসক এস পোন্নাবলম এই কথা জানিয়েছেন। এদিন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের উপস্থিতিতে আসানসোলে জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে ডিস্ট্রিক্ট স্যান্ড কমিটির একটি বৈঠক হয়।




এই বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ১ জুলাই থেকে নদী থেকে বালি উত্তোলনের কাজ বন্ধ থাকবে । বর্ষাকালের জন্য নদী থেকে বালি উত্তোলনের কাজ বন্ধ রাখা হবে। বর্ষার কারণে এই সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলাশাসক জানান। তিনি আরো বলেন, বর্তমানে পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ১৫ জনের লাইসেন্স রয়েছে যারা নদী থেকে সরকারি ভাবে বালি উত্তোলনের কাজ করেন।