আসানসোলের এথোড়া মোড়ের কাছে জাতীয় সড়কে স্কুটিতে ধাক্কা, মোটরবাইক চালকের মৃত্যু
বেঙ্গল মিরর, সালানপুর ও আসানসোল, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর থানার এথোড়া মোড় ব্রিজ সংলগ্ন ১৯ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। একটি স্কুটির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। আসানসোলের সালানপুর থানার সামডির মহিষামুড়ার বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম সত্যবান ঘোষ (৩৫)। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মোটরবাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।




পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে সালানপুর থানার মহিষামুড়ার বাসিন্দা সত্যবান ঘোষ মোটরবাইকে দুধ নিয়ে বাজারে যাচ্ছিলেন। সামডি রোড দিয়ে এসে তিনি এথোড়া মোড় ব্রিজের কাছে ১৯ নং জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় তার সামনে ধানবাদগামী লেনে একটি স্কুটি দ্রুত গতিতে চলে আসে। মোটরবাইক চালক সত্যবান ঘোষ তা দেখে টাল সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঐ স্কুটিকে। তাতে স্কুটি চালকের তেমন কিছু না হলেও, মোটরবাইক চালক গুরুতর জখম হন। এলাকার বাসিন্দারা দৌড়ে আসেন।
খবর পেয়ে সালানপুর থানার পুলিশ আসে। আহত মোটরবাইক চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। স্কুটি চালকের দাবি, তিনি ঠিক লেন দিয়েই আসছিলেন। মোটরবাইকটি ভুল রাস্তায় এসে তার স্কুটিতে ধাক্কা মারে ও উল্টে যায়। এলাকার বাসিন্দা প্রতক্ষ্যদর্শীদের দাবিও তাই।পুলিশ জানায়, ঠিক কি করে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।